মুখোশ
আমার একটা মুখোশ আছে
আঁধার হলে খুলি,
যখন দিনের আলো ফোটে
মুখের উপর তুলি ।
আমার একটা মুখোশ আছে
একলা হলেই খুলি,
যেথায় দেখি জন-বসতি
সেথায় মুখে তুলি ।
আমার একটা মুখোশ আছে
ঠাণ্ডা মাথায় ভুলি,
মেজাজ খানা বিগড়ে গেলে
হঠাৎ টেনে খুলি ।
আমার একটা মুখোশ আছে
যা পড়ে পথ চলি,
ক্ষণিক চলায় বিঘ্ন হলেই
চটজলদি খুলি ।
আমার একটা মুখোশ আছে
গর্ব করে বলি,
অহং দর্প চূর্ণ হলে
তড়িৎ পড়ে খুলি ।
আমার একটা মুখোশ আছে
যা পড়ে সঙ ধরি,
শনির দশায় পড়লে পরে
সাঙ্গ জারি জুরি ।
আমার একটা মুখোশ আছে
রঙিন করে তুলি,
আচমকা যেই বৃষ্টি পড়ে
মুখোশ ধুয়ে ধুলি ।
আমার কিছু মুখোশ আছে
সময় বুঝে পড়ি,
অসময়ে অন্য মুখোশ
নতুন করে গড়ি ।
৭ এপ্রিল, ২০১৬
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
যে কবিতা বা পদ্য ছন্দবোধ্য এবং একটি বিশেষ লাইন রিপিটেড হতে থাকে
সেই লিখা গুলোন পড়া শেষেও মাথার মধ্যে রেশ কাজ করতে থাকে।
আপনার এই লিখাটিও তেমন মি. আনিসুর রহমান। অনেক সুন্দর।
loading...
মানুষের ব্রেইনের রিপিটেটিভ চিন্তা ও কাজে সহজেই অভ্যস্ত হওয়ার প্রবনতা আছে । তাই হয়তো এমন হয় ! এর কিছু ভালো এবং খারাপ দিক উভয়ই আছে । তবে এক্ষেত্রে ভালো লাগার জন্য অনেক

ধন্যবাদ স্যার !
loading...
কোন দ্বিমত নেই স্যার। পাঠক হিসেবে বয়স হয়েছে আমার।
কোন একটি লাইন মাথার মধ্যে সহজে ঢুকে গেলে সহসা বেরুতে চায় না।
loading...
বেশী বয়সের ব্যাপার নয় স্যার । দুশ্চিন্তার কারন নেই আপনার । বয়স যাদের কম তাদের এই প্রকৃয়ার সাথে অভিযোজন ক্ষমতা সবচেয়ে বেশী থাকে । গভীর মনোযোগ এই প্রকৃয়ার আর একটি অনুঘটক। এটা অনেকটা সম্মোহন প্রকৃয়ার মতোই । আবারো ধন্যবাদ স্যার আপনার মস্তিষ্কে আমার শব্দ গুলোকে কিছু সময়ের জন্য স্হান দেওয়ার জন্য ।
loading...
সুন্দর হয়েছে, মুখোশ দিয়ে মানুষের মুখোশ খোলার প্রায়াস টা সত্যিই সুন্দর হয়েছে। তবে এই নীড়ে সবাই কবিতা নিয়ে ব্যস্ত, সম্মানিত লেখকদের কাছ থেকে আমি প্রবন্ধ, গল্প ইত্যাদি প্রত্যাশা করছি।
loading...
অনেক ধন্যবাদ আলমগীর কবির ভাই সুগঠিত মন্তব্যের জন্য । প্রবন্ধ লেখার পরিকল্পনা আমারও আছে। ফল স্বরুপ আত্মচিন্তন সিরিজের ক্ষুদ্র লেখাগুলো। ব্যস্ততার কারনে সময় নিয়ে বসতে পারছিনা। তবে নিশ্চয়ই হবে। অনুপ্রেরণা যোগানোর জন্য আবারও ধন্যবাদ আপনাকে। আমিও সবাইকে ভিন্ন ভিন্ন স্বাদের লেখা নিয়ে এগিয়ে আসতে আহ্বান জানাই।
loading...
কবিতা আমার ভাল লেগেছে। বেশ ভাল। আমাদের মুখোশের কথা ছন্দের তুলে ধরেছেন। যা সুন্দর তা কবিতা। অথবা কবির সৌন্দর্য তৈরি করা। সেহিসেবে আপনি এখানে বেশ সার্থক।
অনেক শুভেচ্ছা নিবেন।
loading...
অনেক ধন্যবাদ কবি ও গল্পকার আপনার সুগঠিত মন্তব্যের জন্য । প্রসংশায় সার্থক শব্দটির প্রয়োগে সাফল্যের স্বপ্ন জাগলো মনে।
loading...