পথ ও পথিক
একমতে একসাথে একপথে সবাই দলবদ্ধভাবে চলতে শুরু করলেই তাতে চলার পথ সঠিক হয়ে যায় না । পথের শেষে গন্তব্য ভূল প্রমানিত হলে তা পথিকের জন্য যেমন বিপদজনক তেমনি পথের শুরুতেই পথ চেনা পথিকের একার জন্যও তা কম কষ্টের নয় । কারন পথ চেনা পথিককে চলতে হয় একা । ভুল হোক আর সঠিক হোক মানুষ একা চলতে পারে না । মানুষের চলার পথ বড়ই বন্দুর ! নিঃসঙ্গ মানুষ বড় অসহায় !
পথ বড় না পথিক বড় ? এ প্রশ্নের উত্তর জটিল মনে হলেও অনিস্পন্ন নয় । পথিকই বড় । কেননা পথিক যেমন অগ্রপথিকের অবদানে পূর্বে রচিত পথ দিয়ে চলে নির্ঝঞ্জাট, তেমনি কোন কোন পথিকই আবার জীবন বাজি রেখে নতুন পথের রচনা করে পরবর্তী পথিকদের জন্য । নিজেই হয় অগ্রপথিক । পথিক বিনা পথ নিরর্থক, যেন জনহীন অরণ্য । কিন্তু পথ বিনা পথিক নয়, কেননা পথিকই পথ তৈরি করে ।
শুধুমাত্র পরিচিত পথে হাঁটলে জীবনকে যেমন জানা হয় না, তেমনি চেনা হয়না নিজেকেও । নতুন পথ আবিস্কারের সব প্রচেষ্টাই সার্থক হয় না । যে পথিক নতুন পথের রচনা করে পরবর্তী পথিকদের জন্য তাকে বিসর্জন দিতে হয় আত্মস্বার্থ, কখনো কখনো সমস্ত জীবন । কিন্তু তবুও পথের বুকে পদ চিন্হ একে একে চলা দূর্বার, দূর্দম পথিক এগিয়ে চলে গহীন অরণ্যে দিক নির্ণয়ের নেশায় । একদিন অন্ধকারের শেষে আলোকিত পথের দিশা পাবে বলে অহোরাত্রি এই ছুটে চলা !
loading...
loading...
‘মানুষ একা চলতে পারে না। মানুষের চলার পথ বড়ই বন্ধুর ! নিঃসঙ্গ মানুষ অসহায় ! অন্ধকার শেষে আলোকিত পথের দিশা পাবে জন্যই অহোরাত্রি এই ছুটে চলা।’
আপনার লিখার সাথে একমত পোষণ করি জন্যই জিস্ট সংগ্রহ করলাম।
loading...
একমত পোষণ করার জন্য ধন্যবাদ স্যার ! আপনার মন্তব্য অনুপ্রেরণা যোগায়

। শুভকামনা জানবেন স্যার !
loading...
বাহ যথার্থই বলেছেন। বাস্তব। খুব ভালো উপস্থাপনা।
loading...
অসংখ্য ধন্যবাদ সাইদুর রহমান ভাই ! শুভকামনা আপনার জন্যও !


loading...
আপনার লিখাটি পড়ে দুরন্ত পথিক কে মনে পড়লঃ
দেশ দেশ নন্দিত করি মন্দ্রিত তব ভেরী
আসিল যত বীরবৃন্দ কন্টক আসন ঘেরী
loading...
হ্যাঁ, দুরন্ত পথিকের সাথে বক্তব্যের সামঞ্জস্যতা আছে বলে আমারও মনে হয়েছে । ধন্যবাদ আনু আনোয়ার ভাই সুগভীর অনুসন্ধিত্সু মন্তব্যের জন্য !


loading...
গভীর জীবন দর্শন অাছে লেখাটিতে। ভালো লাগল।


loading...
ধন্যবাদ কবি লেখার গভীরে ডুব দেওয়ায় জন্য ! শুভকামনা নিরন্তর !



loading...