সীমানা
আমরা সবসময় দূরে দূরে থাকি,
আরও সত্যি করে বললে
আমিই সব সময় বহু দূরে থাকি।
কেননা আকাশ থেকেই সমগ্র ভূমন্ডল
একই সাথে দেখা যায় সবটুকু !
সময় পরিভ্রমনের সাথে সাথে ।
অথবা পাহাড়ের সুউচ্চ চুড়া থেকে
একটু তাকালে নীচে, বহুদূরে !
শুধু এ মর্তালোক নয় আকাশ ও বদলে যায় যেন ।
আর গভীর সাগর থেকে উপকুল
যেন এক তটরেখা শুধু
বিপরীতে সমুদ্র, সেতো এক সীমাহীন জলের জগৎ !
এহেন দূরত্ব থেকে মানবের অস্তিত্ব
কখনো কি খুঁজে কেউ আশ্রয় চেয়ে ?
যেখানে সকল বন্ধন, নিমিষেই নির্মোহ হয়ে ওঠে !
যতবারই চেয়েছি ভেদিতে সে সুক্ষ সীমানা
ততবারই ঠুকতে হয়েছে মাথা
সীমানা প্রাচীরে !
তাই যদি সীমানার সীমা ছেড়ে দূরে চলে যাই কভূ
তখনও কি আটকাবে মোরে সেই সে সীমানা ?
সে কিসে ?
৭ ডিসেম্বর, ২০১৬
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সীমাহীন সীমানাই আমাদের বেঁধে রাখে অনেকটা মাধ্যাকর্ষণের মতো।
সুখ বা দুখ, আনন্দ বা বেদনা, মোহ বা মুক্তি, ভোগ বা ত্যাগ …
আক্ষরিক জীবনের সুক্ষ সুক্ষ অনুভূতি আর ক্ষুদ্রাতিক্ষুদ্র অভিজ্ঞতা
মূলত জীবনকে ভালোবাসতেই শেখায়।
loading...
ঠিক তাই ! এই কবিতার ভাবানুভূতি বিবেচনায় এর চেয়ে যথার্থ মন্তব্য আর হতে পারে না বলে আমি মনে করি । ধন্যবাদ স্যার আন্তরিকতা নিয়ে পড়ার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য ।
loading...
স্বাগতম মি. আনিসুর রহমান।
loading...
loading...
অসম্ভব ভালো লাগলো
loading...
ধন্যবাদ প্রিয় কবি ।
loading...
আপনার জন্য শুভ কামনা রইলো!
loading...
ধন্যবাদ আমার জানালায় উঁকি দেওয়ার জন্য । শুভ কামনা আপনার জন্যও ।
loading...
“যতবারই চেয়েছি ভেদিতে সে সুক্ষ সীমানা
ততবারই ঠুকতে হয়েছে মাথা সীমানা প্রাচীরে !”
শুভেচ্ছা জানুন কবিবন্ধু, শুভ সকাল।
loading...
শুভেচ্ছা আপনাকেও মামুনুর রশিদ ভাই ! ভালো থাকুন সবসময় !
loading...
ভাল লাগল
loading...
অনেক ধন্যবাদ মামুনুর রশিদ ভাই । শুভকামনা অফুরান কবি ।
loading...