একটা স্বপ্ন চুরি হয়ে যায়
রাতের আধারে,
একটা দূর্বল জাতি
বেঘোরে ঘুমায়
মস্তিষ্কে অবাঞ্ছিত উত্তাপ নিয়ে ।
মাঝরাতে ঘুমভেঙ্গে যায়-
জেগে উঠে শরীর তার
আদিম কামনা নিয়ে,
অতঃপর আবার বেঘোরে ঘুম
তৃপ্ত ক্লান্ত শরীর
এবং ঘুমন্ত মস্তিস্ক নিয়ে ।
ভোর হয়, জেগে উঠে শরীর আবার
কিন্তু জাগে না মগজ তার,
কেননা বহুকাল কেটে গেছে-
মগজ ধোলাই আর সম্মোহনে,
চুরি হয়ে গেছে যত অতীত ইতিহাস ।
এবং স্মৃতি যত জমে ছিল
পূর্ব পুরুষের উর্বর মগজে
কিম্বা শরীরের প্রত্যেকটি ডি. এন. এ তে ।
নাকি এরই মাঝে ছিনিয়ে নিয়েছে কেউ
আমার স্বাধীনতা !
আমার ঘুমন্ত মস্তিস্ক,
অনিয়ন্ত্রিত প্রবৃত্তি,
আর কামনা ও লোভের
কিম্বা দূর্বলতার সুযোগ নিয়ে ?
কেউ কি কেড়ে নিল আমার মুখের ভাষা !
সেকি এই গত রাতে ?
নাকি বহুকাল আগেই কেউ-
ঢুকে গেছে মগজে আমার,
একটি একটি করে মুছে দিতে
আমার মায়ের বুলি ?
অথবা অন্য ভাষার শব্দের প্রতিস্থাপন
আমার অকেজো অথবা জীবন্মৃত
মস্তিস্কের ভাজে ভাজে ?
বুঝতে পারিনা কিছুই
কেননা ঘুমন্ত মস্তিস্ক নিয়ে
তন্দ্রায় কতটুকু ভাবা যায় আর ?
শরীরের ঘুম নেই
আছে শুধু ক্লান্তি আর অবসাদ।
তাইতো মুখের আহারই শুধু
পরিশ্রান্ত শরীর যোগায় ।
আর মনের খোরাক ?
ছিন্তাই হয়ে যাওয়া মন তো বোঝে না !
পরগাছার মত এই বেচে থাকা,
আহা ! কি সুখের ! নির্ভার,
মাথায় তো অন্তত কোন চিন্তার বোঝা নেই
এই ভেবে সুখে থাকি
সুখে রাখি প্রভুদেরও
নেই তো যাতনা,
হারালে ও দোষ কি মানব চেতনা !
২৬ মে, ২০১৭
loading...
loading...
“নেই তো যাতনা,
হারালেও দোষ কি মানব চেতনা!”
ভালো বলেছেন কবি। শুভ কামনা নিরন্তর…
loading...
একজন নিরীহ ও অসহায় শব্দ শ্রমিকের আর কিইবা বলার থাকতে পারে ?
শুভ কামনা আপনাকেও কবি !
loading...
একবার এসে যেই না মন্তব্য লিখে শেষ করেছি অমনি বিদ্যুৎ গেলো !!
লিখাটি পড়লাম। উচ্চ এবং অনুচ্চ ভাব অংশের প্রকাশ বেশ লেগেছে।
দাহ এবং দ্রোহের মিছিলে আমাদের সামাজিক সহবাস। ধন্যবাদ প্রিয় শব্দশিল্পী।
জাতী > জাতি। বেঘোড়ে > বেঘোরে। জাতনা > যাতনা।
loading...
অন্য সবার চেয়ে আমি যা কিছু বেশী পাই সেটাই আমার বলে মনে হয় । আর যা কিছু সবার, তা তো আমি সহ অন্য সবার । সেখানে আলাদা করে শুধুই আমার বলে কিছু নাই ।
লেখাটি সংশোধিত হল । অনেক ভালোবাসা জানবেন প্রিয় প্রেরনা দাতা ।
loading...
ধন্যবাদ মি. আনিসুর রহমান।
loading...
loading...
জাতি কতভাগে বিভক্ত রাজনীতিতে,ধর্মে ,উপজাতিকে জাতি বানাতে …
loading...
জাতি কত ভাগে বিভক্ত এই সংখ্যার কোন ইয়ত্তা নেই বোধ করি । কেননা জাতীয়তা বোধের একতা দূর্বল হয়ে গেলে সে জাতিকে যে কেউ যে কোন বিশিষ্টের ভিত্তিতে বিভিন্ন জাতি ভেদে বিভক্ত করতে পারে বলে মনে হচ্ছে ।
আর উপজাতিরা তো দূর্বল জাতি তাই সবলেরা তাদের জাতি বানানোর কারিগরের দায়িত্ব নিজ হাতে তুলে নিয়েছে !
loading...
এই ভেবে সুখে থাকি
সুখে রাখি প্রভুদেরও
নেই তো যাতনা,
হারালে ও দোষ কি মানব চেতনা !
** বাহ! অসাধারণ…
ভালো থাকুন কবি।
loading...
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি ! ভালো থাকুক সবাই ।
শুভ কামনা আপনার জন্য !
loading...