ব্লগ ভাবনা

আমি লক্ষ করেছি আমাদের এই শব্দনীড়ে এমন একজন লেখক আছেন যিনি ব্লগে খুব বেশী পুরাতন নন। ইতিমদ্ধে তার অনেকগুলো লেখা প্রকাশিত হয়েছে, তিনি অনেক লেখকের মন্তব্য পেয়েছেন কিন্তু নিজে কখনো কোন লেখককে মন্তব্য করেননি। এমনকি কারো মন্তব্বের প্রতিউত্তর ও করেননি একবারের জন্যও। কিন্তু তার লেখা বহুল পঠিত। কেন ? কারন তিনি ভালো লেখেন।

আমার মনে হয় একটা ব্লগকে জনপ্রিয় এবং একটা আদর্শ মানে উন্নিত করার জন্য ভালো লেখার কোন বিকল্প নাই। এ ব্যাপারে সবাই একমত হবেন এতে আমার কোন সন্দেহ নাই। কিন্তু আমার মনে হয় এটাকে যদি একটু ঘুরিয়ে বলি যে ভালো লিখা প্রকাশিত হওয়ার কোন বিকল্প নাই তাহলে কি ভুল বলা হবে ?

ভালো লিখতে আমরা সবাই চাই, কিন্তু আমরা ভালো লিখি কি না এটা আমরা বুঝতে পারি যখন কেউ আমাদের লিখা পড়ে মন্তব্য করেন। আমরা মন্তব্য করি কম। এর মানে হয় আমরা পড়ি কম, নয়তো ভালো না লাগলে মন্তব্য করি না।

শব্দনীড়ে দেখে আসছি সকল মন্তব্য সবসময় ইতিবাচক। সবসময় ইতিবাচক মন্তব্য করতে হবে এমন কোন নিয়ম কি ব্লগ নীতিমালার কোথাও আছে ? একটা ব্লগ তখনি জমে উঠতে পারে যখন সেখানে প্রকাশিত লিখা নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়, আড্ডা হয়। আমরা শুধু একটু প্রসংশা বাণী লিখেই কর্তব্য শেষ করি কিন্তু তাতে নিজেও আনন্দ পাই না, অন্যকে আনন্দ দিতেও পারি না। কিন্তু আমার মনে হয় লেখক ও পাঠকের আনন্দ ছাড়া ব্লগ জমে না।

সুপ্রিয় লেখক, একবার ভাবুন তো ভালো লিখেও যিনি খুব একটা মন্তব্য পান না তিনি কোন অনুপ্রেরণায় আরও ভালো লিখবেন ? কি ভাবেই বা নিজেকে যাচাই করবেন ? অন্যদিকে অনেক ভালো লেখকদের মত অতটা ভালো না লিখেও যিনি একই রকম মন্তব্য পান তিনি কি করে নিজের লেখার ছোট ছোট ভুল ত্রুটি সংশোধন করে লেখার মান উন্নয়ন করবেন ? তাহলে আমরা কি নিজেরাই ভবিষ্যতের একজন সম্ভাবনাময় লেখকের ক্ষতি করছি না ? যা আমাদের কারই কাম্য নয়।

শব্দনীড়ে কবিতা বেশী লিখা হয় এ নিয়ে আমার কোন বিরোধ নেই। একটা ভালো কবিতা একজন দার্শনিকের জন্ম দিতে পারে। জন্ম দিতে পারে একজন দেশপ্রেমিকের। এবং মানব অনুভুতির যে কোন দিক উঠে আসে বলে একটা কবিতা যে কোন একজন মানুষকে সঠিক উপলব্ধি দিয়ে যে কোন সময় একজন অতিমানবে রুপান্তর করতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে সাহিত্যের অন্য সকল শাখাও কোন দিক দিয়ে কোন অংশে কম যায় না। আমাদের অন্যান্য সকল বিভাগকেও লিখা দিয়ে সচল রাখতে হবে। নাকি ধরে নিবো বাংলা সাহিত্য এই প্রযুক্তির যুগে এসে ইউনিডিরেকশনাল হয়ে যাচ্ছে ? আমার বিশ্বাস আপনি যেহেতু ভালো কবিতা লিখেন, সাহিত্যের অন্যান্য শাখায় আপনার কলমের রেখা বাংলা সাহিত্যকে কবিতার সাথে সাথে আরও অনেক ভালো কিছু দিতে পারবে।

কিছু ভাবছেন ? হ্যাঁ, তাহলে রবীন্দ্রনাথ ও নজরুল এর কথাই ভাবুন।

শেষ কথা, আমার মনে হয় আমাদের শব্দনীড় শুধু লেখকরাই পড়ে না, নিবন্ধিত লেখক ও পাঠকের বাইরেও অনেক অনিবন্ধিত পাঠকও আছেন প্রতিনিয়ত আমাদের সাথে। তাদের ভালো লাগা ও শব্দনীড়ের জনপ্রিয়তা ধরে রাখতে হলে আমাদের শব্দনীড়ে শুধু মাত্র শিল্প উত্তীর্ণ লিখাই প্রকাশিত হওয়া উচিত। তা না হলে লেখক পাঠক সবাই আগ্রহ হারাবে। তখন ?

কিন্তু কিভাবে শুধুমাত্র শিল্প উত্তীর্ণ লিখা পাওয়া যেতে পারে বা প্রকাশিত হতে পারে ? সেই প্রসঙ্গে আরেকদিন !!!

আমি আমার এই লেখাতেও আপনাদের তীব্র সমালোচনা আশা করছি। তার আগে যে কোন রকম অনিচ্ছাকৃত ভুলের জন্য সকলের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী !

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩১ টি মন্তব্য (লেখকের ১৪টি) | ১১ জন মন্তব্যকারী

  1. দীলখুশ মিঞা : ২৭-০৫-২০১৭ | ১৫:৫৩ |

    শব্দনীড়ের জনপ্রিয়তা ধরে রাখতে হলে আমাদের শব্দনীড়ে শুধু মাত্র শিল্প উত্তীর্ণ লিখাই প্রকাশিত হওয়া উচিত

    আমিতো কোন শিল্প উত্তীর্ণ লেখা লিখতে পারি না, তবে মজা করতে জানি। আমার কোন লেখা কি এখানে প্রকাশিত হওয়া উচিত?

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ২৭-০৫-২০১৭ | ২২:৫১ |

      হাই হ্যালো দিলখুশ ভাই, আপনাকেই তো খুজছিলাম হারিকেন ধরিয়ে । আপনি এতদিন পর কৃষ্ণপক্ষ পার করে পূর্ণিমার চাঁদ হয়ে উদয় হলে কি চলবে ?
      মজা করতে জানাই আসলে অনেক বড় শিল্প ! তাইতো সৈয়দ মুজতবা আলী নামটা বললে আর কিছুই বলার দরকার হয় না । এই লিখার সকলই আমার বাক্তিগত মতামত । আমার এমনটাই মনে হয়েছে । অনেক ভয়ে ভয়ে পোষ্টটা দিয়েছি ! মাইন্ড না করে জাতির উদ্দশ্যে এবার গাঁট থেকে কিছু ছাড়েন তো দেখি !

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ২৭-০৫-২০১৭ | ১৭:১৭ |

    মানুষ স্তুতি পছন্দ করেন। আলোচনা সমালোচনা হলে সহসাই পালায় এবং পালাবে।
    এমন দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ইদানিং সময়েই ঘটেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

    আমাকে জানিয়ে তারা চলে গেছেন। তাই প্রসংশা আর প্রসংশা করেই চলি।
    প্রশ্ন থাকছে আপনার মতোই … ব্লগে নিজ লিখার বাহবা নিতেই কি ব্লগ লিখি !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Rant.gif.gif

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ২৭-০৫-২০১৭ | ২২:৫৯ |

      এই সকলই আমার ব্যক্তিগত মতামত । ভাবিনি এমন কিছু হয়ে থাকতে পারে । এমন হলে এই ভার্চুয়াল জগতে সবাইকে যার যার মত থাকতে দেয়াটাই যৌক্তিক বলে মনে হয়।
      “কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে !”

      GD Star Rating
      loading...
  3. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২৭-০৫-২০১৭ | ১৮:০০ |

    * মাঝে মাঝে ভাবি আর আসবোনা তবু আসি, কেন জানি এখন আর যেন বন্ধুত্ব জমছেনা…
    ভালো থাকুন সবাই।

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ২৭-০৫-২০১৭ | ২৩:০৩ |

      মুহাম্মদ দিলওয়ার হুসাইন ভাই মাঝে মাঝে ভাবেন আর আসবেন না তবু যে আবার আসেন, এজন্যই আপনাকে আসতে হবে বার বার ।
      আসেন ভালো থাকি সবাই একসাথে !

      GD Star Rating
      loading...
  4. সাইয়িদ রফিকুল হক : ২৭-০৫-২০১৭ | ২০:৫২ |

    দশে ‍মিলে করি কাজ—হারি জিতি নাহি লাজ।
    শুভকামনা।

    GD Star Rating
    loading...
  5. মামুনুর রশিদ : ২৮-০৫-২০১৭ | ৪:০১ |

    হাহাহা যারা আইন তৈরি করে, তারা নিজেরাই তা ভঙ্গ করে!

    আর যদি না আসি এই তীরে
    ভুলে কি যাবে আমায় চিরতরে?

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ২৮-০৫-২০১৭ | ৮:৫৪ |

      মামুনুর রশিদ ভাই, আমি এই ব্লগে নতুন । আমার এই পোস্ট কি কোন অতীতের ঘোষিত বা অঘোষিত নীতিমালার সাথে সংঘর্ষীক হয়ে উঠলো কি না আমার জানা নাই । চেয়েছিলাম সবাইকে নিয়ে একটু মজায় ব্লগিং করবো ।

      GD Star Rating
      loading...
  6. মনা পাগলা : ২৮-০৫-২০১৭ | ১৩:০৬ |

    ধন্যবাদ আনিস ভাই।
    ব্লগে আলোচনা-সমালোচনা উভয়ই আছে এবং থাকবে। তবে কথা হলো সেই সমালোচনা যেন গঠনমুলক হয় এবং বক্রোক্তি না করে যেন শালীনতার সাথে উপস্থাপন করা হয়?
    আপনি একটি ব্লগে লিখছেন এবং পাঠক তা পড়ছে। সাথেও মন্তব্যগুলোও। সেই মন্তব্যে যদি আপনি অশালীন উক্তি করেন, তো সেটা মেনে নেয়া যায় না…তারচাইতে ভালো এড়িয়ে যাওয়া…

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ২৮-০৫-২০১৭ | ১৩:৩১ |

      শতভাগ সহমত মনা পাগলা ভাই ! আমাদের অবশ্যই শালীনতার সাথে মন্তব্য করতে হবে । অশালীন মন্তব্য সাহিত্য ব্লগে কাম্য নয় !

      GD Star Rating
      loading...
  7. মামুনুর রশিদ : ২৮-০৫-২০১৭ | ১৮:৩৬ |

    বরং অতীতের সাথে সাদৃশ্যপূর্ণ। আমাদের সমস্যা হলো, অপরকে যে উপদেশ দেই সেটা নিজেই পালন করি না।

    কত না ভালো হতো যদি মন্তব্যকৃত ৭ জন অন্তত… তবে প্রতিটি পোষ্টে গড়ে ১টি না হয়ে ৭ মন্তব্য শোভা পেত। ধন্যবাদ আপনাকে।

    জোয়ারে এসেছি ভাসমান শ্যাওলা রূপে…

    GD Star Rating
    loading...
  8. আনিসুর রহমান : ২৮-০৫-২০১৭ | ২০:৩৭ |

    লজ্জিত যে সে দায়ীত্ব আমিও পালন করতে পারিনা পরিপূর্ণ রুপে । তবে চেষ্টা করছি অনেক ব্যাস্ততার মাঝে সাধ্যমত ।
    উপদেশ নয় একান্তই নিজস্ব চিন্তা ভাবনা সবার সাথে শেয়ার করা মাত্র। উপদেশ মনে করলে আমিও না হয় স্রোতের ভাসমান শ্যাওলা হয়েই থাকবো অথবা থাকবো না। কোন ব্যাপার না !

    GD Star Rating
    loading...
  9. হামিদুর রহমান পলাশ : ২৯-০৫-২০১৭ | ১:১৩ |

    আমি লেখকের সাথে একমত লেখায় আলোচনা সমালোচনা না হলে লেখার মান সম্বন্ধে অবগত হওয়া যায় না। লেখকের উৎসাহ ও বাড়ে না। ভুলত্রুটিও সংশোধনের সুযোগ থাকে না। কাজেই প্রতিটি লেখার প্রসংশার পাশাপাশি সমালোচনাও করা উচিত।http://i1214.photobucket.com/albums/cc493/hamidurrahman1/FB_IMG_1482260174408.jpg

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ২৯-০৫-২০১৭ | ৪:১৬ |

      অশেষ ধন্যবাদ মি. পলাশ। খুব ভালো লাগছে আপনার অকুন্ঠ সমর্থন পেয়ে । আসা করছি আপনাকে সাথে পাবো সবসময় ।

      GD Star Rating
      loading...
    • মামুনুর রশিদ : ২৯-০৫-২০১৭ | ৪:১৬ |

      আপনি যেখানে মন্তব্যই পাচ্ছেন না, সেখানে আলোচনা সমালোচনা করবে কে?

      চারদিকে এতো লাশ… দাফন করার লোক কোথায়?

      GD Star Rating
      loading...
      • আনিসুর রহমান : ২৯-০৫-২০১৭ | ১০:০৬ |

        আপনি ঠিকই বলেছেন ভাই । সবাই সক্রিয় হয়ে উঠার আগে আলোচনা সমালোচনা হিতে বিপরিত হতে পারে । তাই আমাদের আগে মন্তব্ব্যে বৈচিত্র্য আনতে হবে যেন সবাই মন্তব্য করতে এবং প্রতিউত্তর দিতে আগ্রহ পায়। যেমন মন্তব্ব্যে যদি একটা প্রশ্ন করে বসি তাতেওকি উত্তর পাবো না ? অথবা অতটা ফরমাল না হয়ে যদি একটু বন্ধু সুলভ আন্তরিকতা নিয়ে মজা করে মন্তব্য দেই তবে কি সে আমার পোষ্টে একবার আসেবে না ? একই উপায়ে সবাইকে না পেলেও কাউকে কাউকে তো পাওয়া যেতে পারে তাই না ? আপনার কি মনে হয় ?

        GD Star Rating
        loading...
      • মামুনুর রশিদ : ২৯-০৫-২০১৭ | ১১:৪২ |

        হুম, নক্ষত্ররা হাতে হাত রেখে হয় ছায়াপথ। এই ব্লগের নক্ষত্ররা একদিন উজ্জ্বল ছিলেন। তারপর ঝড়ের কবলে হারিয়ে গেছেন তারা। যারা আছেন, তারা কেমন ম্রিয়মান!

        মেঘলা দিন। সূর্যকে দেখছি না!

        GD Star Rating
        loading...
  10. চারু মান্নান : ২৯-০৫-২০১৭ | ১২:০২ |

    শুদ্ধ ভাবনায় শুদ্ধ লেখক বেড়ে উঠুক,,,,,,,এটাই কামনা

    GD Star Rating
    loading...
    • মামুনুর রশিদ : ২৯-০৫-২০১৭ | ১২:১০ |

      আমিন।

      GD Star Rating
      loading...
    • আনিসুর রহমান : ২৯-০৫-২০১৭ | ১২:২১ |

      লেখকের জন্য শব্দনীড় । লেখকদের নিয়েই শব্দনীড় । লেখকের শুদ্ধ ভাবনা শব্দনীড়কে যেমন সমৃদ্ধ করবে তেমনি শব্দনীড়ে প্রকাশিত শুদ্ধ লেখা লেখকের ভাবনাকে শুদ্ধ করবে । আমাদের দরকার শব্দনীড়ের প্রতি ভালোবাসা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ । তবেই জমে উঠবে শব্দনীড়ের পাতা ফুলে, ফলে, সবুজ পাতায় পাতায় !!!

      GD Star Rating
      loading...
  11. মোকসেদুল ইসলাম : ৩০-০৫-২০১৭ | ১০:৩২ |

    শুরুতেই ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি পোস্ট দেয়ার জন্য। কিন্তু কথা হলো কোন মাপকাঠিতে আমরা ধরে নেবো যে, এই লেখাটি শিল্প মানোত্তীর্ণ হয়েছে? ব্লগ হচ্ছে লেখালেখির একটা ওপেন প্লাটফরম। এখানে ভালো মন্দ সব ধরনের লেখাই আসবে। এবং এই আসাটাই স্বাভাবিক। তবে কোন লেখা মানোত্তীর্ণ না হলেও সেই লেখক একদিন লিখতে লিখতে তার হাত ধরে ভালো লেখা বের হবে বলে আমি বিশ্বাস করি।

    তবে হ্যাঁ, লেখায় আলোচনা-সমালোচনা না হলে লেখকের আত্মার পরিশুদ্ধ হয় না। তবে এই সমালোচনা অনেকেই ভালো ভাবে নিতে পারে না। মন্তব্যের প্রতি মন্তব্য দিলে যেমন পাঠক উৎসাহ পায় তেমনি লেখকের উচিৎ অন্যের লেখার নিজের মতামতটি দেয়া।

    GD Star Rating
    loading...
  12. আনিসুর রহমান : ৩০-০৫-২০১৭ | ১৭:৩২ |

    ধন্যবাদ মোকসেদুল ইসলাম ভাই আপনার সুগঠিত মতামতের জন্য। আপনার মন্তব্য টা আমার সবচেয়ে বেশী ভালো লেগেছে কারন আপনি শুধু মাত্র প্রসংশা না করে সমালোচনা ও করেছেন । আমার অনেক গুলো বিষয় আলোচনা যোগ্য মনে হয়েছে, যেমনঃ
    ১। কবিতা ছাড়া অন্যান্য বিভাগে কম লিখা আসা
    ২। শিল্প মানোত্তীর্ণ লিখা প্রকাশ হওয়া
    ৩। ভালো বা অপেক্ষাকৃত কম ভালো যে কোন লিখা অনেক কম পাঠ হওয়া
    ৪। পাঠ করলেও মন্তব্য কম করা
    ৫। মন্তব্য কম এবং সব একই রকম (শুধু নিরস প্রসংশা)
    ৬। আলোচনা সমালোচনা না থাকা (ভুল ত্রুতি সংশধনের সুযোগ না থাকা)
    ৭। দুই একটা মন্তব্ব্যে কোন কোন লেখকের মনে কষ্ট নিয়ে নিস্ক্রিয় হয়ে যাওয়া

    এর মধ্যে একটা পয়েন্ট হল শিল্প মানোত্তীর্ণ লিখা প্রকাশ হওয়া । আমি নিজেও ভালো লিখি না বলে মনে করি। তাই প্রথম পোষ্টটা দেওয়ার পর যখন দেখলাম এটা স্বয়ংক্রিয় ভাবেই প্রকাশিত হল, আমি একটু অবাক হয়েছি এই ভেবে যে আমার এই লিখা কি আদৌ প্রকাশ যোগ্য ? এর পর আরও অবাক হয়েছি যখন দেখলাম যে কোন লিখা খুব কম পরা হয় এবং প্রসংশা ছাড়া কোন আলোচনা সমালোচনা করা হয় না । লিখা নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হলে আমরা নিজেরাই আমাদের শব্দনীড়ের শিল্প মানোত্তীর্ণ লেখার সঠিক মাপ কাঠি বুঝতে পারতাম । আপনি বলেছেন “ব্লগ হচ্ছে লেখালেখির একটা ওপেন প্লাটফরম। এখানে ভালো মন্দ সব ধরনের লেখাই আসবে। এবং এই আসাটাই স্বাভাবিক। তবে কোন লেখা মানোত্তীর্ণ না হলেও সেই লেখক একদিন লিখতে লিখতে তার হাত ধরে ভালো লেখা বের হবে বলে আমি বিশ্বাস করি।” আমিও এই নীতিতে বিশ্বাস করি আর তাই এই পোস্ট এবং এই ভাবে লেগে থাকা । কিন্তু তার জন্য আলোচনা সমালোচনার কোন বিকল্প নাই । আলোচনা সমালোচনা হলে কোন লেখক পোস্ট দেওয়ার আগেই বুঝতে পারতো কোন লিখাটা দেওয়া উচিত এবং লেখার মান কেমন হওয়া উচিত । আর প্রকাশ হওয়ার পর বুঝতে পারতো কোথায় তার দুর্বলতা । এটাই একজন লেখক কে যেমন ভালো লেখক হতে সাহায্য করতো তেমনি ব্লগকে করে তুলতো আরও বহুল পঠিত । আমাদের চেষ্টা করতে হবে শিল্প মানোত্তীর্ণ লিখা লিখতে আর কিভাবে মানসম্মত লিখা প্রকাশ করতে হয় সেটা ব্লগ অ্যাডমিনরা ভালো জানেন । ব্লগের জনপ্রিয়তা ধরে রাখতে শিল্প মান উত্তীর্ণ লিখাই প্রকাশিত হওয়ার বিকল্প নাই বলে আমি মনে করি । এই ক্ষেত্রে ব্লগ অ্যাডমিন প্যানেল এবং লেখকদের পরিপুরক ভাবে কাজ করতে হবে বলে আমি মনে করি ।

    GD Star Rating
    loading...
  13. দ্বীপ সরকার : ৩১-০৫-২০১৭ | ৯:১৪ |

    সব ঠিক আছে।
    সবার জন্য শুভ কামনা রইলো। তার সাথে আপনার প্রতি অনেক ভালোবাসা।

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ৩১-০৫-২০১৭ | ৯:৩৪ |

      আপনাকেও অনেক ধন্যবাদ দ্বীপ সরকার দাদা । ভালোবাসা নিবেন ! আশা করি সাথে পাবো সবসময় ।

      GD Star Rating
      loading...
  14. মুরুব্বী : ৩১-০৫-২০১৭ | ১৯:২১ |

    কয়েকদিন ব্যস্ততার কারণে ব্লগে আসা সম্ভব হয়নি।
    নির্বাচিত এই পোস্টে সবাই কমবেশী ভালো আলোচনা করেছেন।
    পারস্পরিক সৌহার্দ্য আন্তরিকতা বাড়াতে এমন খোলামেলা আলোচনা হওয়া দরকার।

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ৩১-০৫-২০১৭ | ২২:০০ |

      একটু সাহস করে এমন বিষয় নিয়ে লেখাটা লিখেছিলাম যেন তা সবার
      মধ্যে একটু চিন্তা ভাবনা, আলোচনা, সমালোচনার উদ্রেক করে । আমাদের মধ্যে কেউ কেউ একটু নাখোশ হয়ে থাকতে পারে বলে আমার ধারনা । কিন্তু ব্লগ একটা ওপেন ফোরাম এবং আমি সবাইকে বিতর্কের জন্য আহ্বান জানিয়েছিলাম যেন সবাই ছকের বাইরে বেরিয়ে এসে একটা প্রাঞ্জল আলোচনায় অংশ নেয় । উদ্দেশ্য আংশিক সফল হলেও এই প্রচেষ্টা সার্থক । মুরুব্বী স্যার, আপনার পুনারায় আগমন আমার তৃপ্তিকে পরিপূর্ণ করলো !

      GD Star Rating
      loading...
    • মুরুব্বী : ৩১-০৫-২০১৭ | ২২:৩৭ |

      ধন্যবাদ স্যার। Smile

      GD Star Rating
      loading...
  15. দাউদুল ইসলাম : ৩১-০৫-২০১৭ | ২০:১৯ |

    আসলে আমরা কম বেশী সবাই ব্লগিং ভালবাসি।
    একটা সময় অনলাইনে হোম পেইজ হিসেবে থাকতো ব্লগিং সাইট।
    প্রতিটি লিখা পড়া, মন্তব্য করা
    যুক্তিম তর্ক, আলোচনা সমালোচনা, আড্ডা আর মনরোচক মনোরঞ্জন ছিল ব্লগ ঘিরে। সর্বোচ্চ মন্তব্য দাতার তালিকায় নিজের নাম দেখা ছিলো একটা আনন্দ…

    অনেক জ্ঞানী গুণী ব্লগার যাদের আমি মন থেকে শুধু ভালবাসি না শ্রদ্ধা করি, অনেক কেই গুরু মানি।
    বাংলা ব্লগিং এ যে সকল নাম সব সময় প্রথম সারিতে লিখা থাকবে।

    সকলের আন্তরিকতা আর শেখার মানিসিকতার কারনে আমি আজকে আমার জায়গায় উঠে এসেছি…
    আর এ সবিই সম্ভব হয়েছে ব্লগ কে ভালোবাসার কারনে।

    মন্তব্য পূর্ব পাঠ সত্যিকার জ্ঞান অন্বেষনের আরেকটি সিড়ি, যে কারনে
    প্রত্যকের মধ্যে অন্যের লিখা পড়া ও মন্তব্য করা টা একটা দায়ীত্বের মধ্যে পড়ে।

    কিন্তু শুনতে খারাকপ লাগলেও এ কথা সত্যি যে- আমরা অনেক বেশী আলস আর ফাঁকি বাজ হয়ে যাচ্ছি।
    পড়ছি কম লিখছি বেশী
    শিখছি কম জাহির করছি বেশী…

    GD Star Rating
    loading...
  16. আনিসুর রহমান : ৩১-০৫-২০১৭ | ২২:১২ |

    অনেক ধন্যবাদ দাউদুল ইসলাম ভাই আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য । আপনার আন্তরিক উপস্থিতি আমাকে ভীষণ পুলকিত করেছে । পুনরায় আপনার লিখা থেকে কোট করে আমার কথা গুলো বলতে চাই –
    “মন্তব্য পূর্ব পাঠ সত্যিকার জ্ঞান অন্বেষনের আরেকটি সিড়ি, যে কারনে
    প্রত্যকের মধ্যে অন্যের লিখা পড়া ও মন্তব্য করা টা একটা দায়ীত্বের মধ্যে পড়ে।”

    অনেক অনেক শুভেচ্ছা জানবেন !

    GD Star Rating
    loading...