পদ্য এবং গদ্য কবিতার মধ্যে কোনটা কবিতা আর কোনটা কবিতা নয়, আমি মনে করি এ যুদ্ধ অবান্তর। কারন কবি যেমন কবিতা তৈরী করে তেমনি পাঠক ও তৈরী করে। কিন্তু পাঠক কবি ও তৈরী করে না আবার কবিতা ও তৈরী করে না।
কিন্তু সেটাই কবিতা যেটা পাঠকের বোধগম্য হয় এবং ভালোবাসা অর্জন করতে পারে। সুতরাং এই দুই পক্ষের মিথস্ক্রিয়ায় একটা কবিতা আসলে কবিতা হয়ে উঠে। কবিতাতে ছন্দ থাকতেই হবে এমন কোন ধরা বাঁধা নিয়ম নাই। কবিতার ভাবই আসলে নির্ধারণ করে দেয় সেটা গদ্য হবে না পদ্য আর এটা কবি মাত্রই উপলব্ধি করেন। গদ্য বা পদ্য নির্ধারণ করে না সেটা কবিতা কি না। গদ্য কবিতা কবিতার মর্যাদা না পেলে সেটা বিশ্ব দরবারে প্রতিষ্ঠা পেত না।
আমার মনে হয় এই দুইয়ের মিশ্রণেও কবিতা হতে পারে। কবিতার প্রাণ হচ্ছে তার ভাব ও অনুভুতি। গদ্য বা পদ্য শব্দ চয়ন কবিতার আশ্রয় মাত্র।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভাবনার মাঝে গভীরতা আছে! সঠিক কথা ” কবিতার ভাবই আসলে নির্ধারণ করে দেয় সেটা গদ্য হবে না পদ্য আর এটা কবি মাত্রই উপলদ্ধি করেন ।”

loading...
অনেক ধন্যবাদ খালিদ উমর ভাই
loading...
কবিতার প্রাণ হচ্ছে তার ভাব ও অনুভুতি।
গদ্য বা পদ্য শব্দ চয়ন কবিতার আশ্রয় মাত্র। সহমত।
loading...
ধন্যবাদ মুরুব্বী স্যার
loading...
আমিও সহমত প্রিয় মুরুব্বীর সাথে।
loading...
ধন্যবাদ জনাব
loading...
’কিন্তু সেটাই কবিতা যেটা পাঠকের বোধগম্য হয় এবং ভালোবাসা অর্জন করতে পারে ।’ আমি একমত। আসসালামু আলায়কুম।
loading...
ওয়াইলাইকুম আসসালাম শাফি উদ্দিন ভাই । অনেক ধন্যবাদ আপনাকে !
loading...
loading...
loading...