প্রশ্ন
আমার একটা প্রশ্ন ছিল
উত্তর পাইনি কোনোদিন ।
আমার কিছু প্রশ্ন আছে
যার উত্তর মেলেনা কারো কাছে ।
তবু আমি নিশ্চুপে উত্তর খুঁজে যাই
পাই না যদিও,
তবুও আজন্ম প্রশ্নেরা তাড়া করে যায় আমাকে ।
কিন্তু আজ আমি ভীষণ ভীত !
ভয় পাই প্রশ্ন করতে, যদি ওরা ভয়ংকর হয়
ভয় পাই উত্তর খুজতেও,