শুরুর কথা ভাবি। সেই দিনইতো শুরু হয়েছিলো, যেদিন সূর্য দেবতা ডানা মেলেছিলো আংশিক! যুঁথিবদ্ধ আলো থেকে তুলে এনে বর্তমান; শীতের শেষে পুরনো ওমবস্ত্রের মতো বেচে দিয়েছিলাম সমুদয় ডাকনাম। বেচে দিয়েছিলাম আমিত্বের সুতোয় বোনা সৌখিন জামা আর পরিত্যক্ত চিলেকোঠা। সেদিনইতো শুরু হয়েছিল, যেদিন থেকে আমার আর কোনো ডাকনাম নেই, মাছ বাজারের আঁশটে ঝুড়িটির মতো পড়ে থাকি প্রতিটি মধ্যরাতে। এভাবেই ইথারের ধূর্ত ইশারায় একের পর এক এঁকে চলি প্রতিটি দিনের মৌলিক উড়াল।
না, আমি আজ শুরুর গল্প বলতে আসিনি, এসেছি তোমাদেরকে বিদায়ের কথা জানাতে। আমি আজ আকাশের একমাত্র বার্তাবাহক। জলের খামে পুরে দেয়া প্রতিটি বার্তা পৌঁছে দিতে হবে মাটির গহ্বরে। সেগুনবনে, জোড়াজোড়া সবুজ পাতায় পৌঁছে দিতে হবে নীলের আবেদন। শাহরিক জানালা পেরিয়ে কখনো যেতে হবে যুগল দীঘির পাড়ে কখনো বা অবিশ্রাম জলপ্রপাতে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অনেকদিন আপনার লেখা পড়া হয়নি। আজ চোখে পড়লো। সর্বদা ভালো থাকবেন প্রিয় কবি দা। শুভ সকাল।
loading...
ধন্যবাদ প্রিয় কবি। আশা করছি নিয়মিত হবার। সতত সুন্দর থাকুন।
loading...
আপনার গদ্যের ভক্ত অনেককাল আগে থেকে। আশা করি ভালো আছেন।
loading...
আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনি এবং শব্দনীড় ভালো আছে। ভাল থাকবেন সব সময় এই কামনা করি।
loading...
অনেকদিন পর আপনার লিখা পড়লাম আমিন ভাই। সালাম।
loading...
আপনাকে অনেক অনেক দিন পর দেখলাম। আশা করব ভাল আছেন, ভাল ছিলেন সুমন ভাই! সালাম জানবেন।
loading...
আমি আগেও পড়েছি আপনার লিখা। গদ্যে আপনার হাত অসাধারণ ভাই।
loading...
প্রিয় কবির এ মন্তব্য প্রেরণা দেয়। শুভেচ্ছা সতত প্রিয় কবিদা।
loading...
আপনার আগের লেখা গুলোর কথা ভীষণ মনে পড়ে।
loading...
আপনার মন্তব্যকে প্রেরণা হিসেবেই নিচ্ছি। মনে রেখেছেন জেনে কৃতজ্ঞ প্রিয় কবি। সুন্দর থাকুন।
loading...