না আমি না সমুদ্র

(১)

IMG-20151213-WA0001

আঁধারের মাঝে নিঃশব্দে লিখে রাখি সমস্ত বার্তা,
কোনো আকালিক সূর্যাস্তের পর নিমগ্ন পাঠে
হারিয়ে যাই লোকালয় ছেড়ে, পাথর উল্লাসে।

(২)

IMG-20150914-WA0002

যে জলের আস্তরে ভাসে পালকের তাপ
বুকের নিরালায় বুনে পলির কাঁথা;
আজ সেই জলস্নানেই খোঁজে ফেরে শুদ্ধতা!

বাহারি মলাটে যখন বন্দি সকল দুপুরি পাপ
সন্ধ্যা না’হয় কেটে যাক পাথরের নিরবতায়,
পবিত্র আজ নাই’বা হলাম; দহন জলে গা পুড়িয়ে!

(৩)

IMG-20150914-WA0000

আমিতো জানি জলের সূত্র,
অস্তাচলের পিঠে লিখে রেখে পরিণয়;
নিঃশর্তে উনুনমুখে মেলে দেই পালকের ভাঁজ!

(৪)

IMG-20150912-WA0033

সময়ের ভারে
শব্দ বেচে কিনেছি
নূতন দিন।

(৫)

IMG-20150912-WA0005

আমি তবুও সুখী সমুদ্র কিনারে,
সকাল বিকালে জল এসে আছড়ে পড়ে
মরা পাথরে খোদাই নামের বানানে!

(৬)

IMG-20150912-WA0003

অধিক প্রাপ্তি তুলনার জন্ম দেয়, আর সেই তুলনার মাঝেই প্রপ্তিগুলো তার উপযোগিতা হারায়।

(৭)

IMAG0041

ধূলোপথেই বেড়ে উঠা, পাঁপড়িতে নেই টুকটুকে লাল ধরা,
তবুও কখনো যদি দূরের বৃষ্টি হাত ছুঁয়ে দেয়
আমাকে কি তুলে নিবে চূঁড়োখোঁপায় গুঁজে দিতে?

(৮)

IMG-20150914-WA0011

কখনো ইচ্ছে করে হেঁটে যাই জলের উপর,
কাঁদামাটি দিয়ে গড়ি নগদ সংসার; শুনেছি সেখানে-
ঝিনুক শরীরে লেগে থাকে সঙ্গমের বিষাক্ত দাগ!

(৯)

rsz_12untitled-min-247x300

বুকে জড়িয়ে ছিল বেনামী অজস্র পাতাদল,
বসন্তের সিংহাসনে অতিথি পাখি সমগ্র,
বাতাসের নিরব মৈথুনে গলিয়ে বুক পাঁজর
আজ কেবল আঁকে শূন্যতার বিরাম চিহ্ন।

ছবির স্থানঃ পার্কির চর, আনোয়ারা, চট্টগ্রাম এবং
পতেঙ্গা, চট্টগ্রাম।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মামুন : ১৯-০১-২০১৭ | ০:৩০ |

    বুকে জড়িয়ে ছিল বেনামী অজস্র পাতাদল,
    বসন্তের সিংহাসনে অতিথি পাখি সমগ্র,
    বাতাসের নিরব মৈথুনে গলিয়ে বুক পাঁজর
    আজ কেবল আঁকে শূন্যতার বিরাম চিহ্ন

    GD Star Rating
    loading...
    • আমিন মোহাম্মদ : ১৯-০১-২০১৭ | ১৪:৫৪ |

      ধন্যবাদ ভাই। সদা সুন্দর থাকুন।

      GD Star Rating
      loading...
  2. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১৯-০১-২০১৭ | ২:০৮ |

    * কবি, অসাধারণ…

    GD Star Rating
    loading...
  3. মামুনুর রশিদ : ১৯-০১-২০১৭ | ৪:১৭ |

    “আমিতো জানি জলের সুত্র, অস্তাচলের পিঠে লিখে রেখে পরিণয়;
    নিঃশর্তে উনুনমুখে মেলে দেই পালকের ভাঁজ।”

    অনেক অনেক প্রিয় এবং পরিচিত কথন; ভালো থাকুন সবসময়।

    GD Star Rating
    loading...
  4. মুরুব্বী : ১৯-০১-২০১৭ | ৭:২৮ |

    ছবি আর লিখায় পোস্ট অসাধারণ সাজে সেজেছে। ভীষণ পছন্দ করলাম কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  5. খেয়ালী মন : ১৯-০১-২০১৭ | ১৩:৪৩ |

    অনেক সুন্দর ছবি ও লেখা
    শুভ কামনা থাকলো।

    GD Star Rating
    loading...