// হঠাৎ দেখায় //
ভালবাসি শুনলে, এখনো কি তোমার চোখ হয় বিশাল চত্বর?
ওপারের বাসের ছাউনির নিচে দাঁড়িয়ে থাকে ফেনিল ঠোঁট-
তনু চিবুক, টিকেট কাউন্টারে বিছিয়ে দাও চুলের পাটি?
হাত হয় সুদীর্ঘ চামড়ার সেতু, হাররোজ-
টোলের জন্য থামায় কব্জিচুড়ি, নখের পালিশ?
এখনো কি বুকের জমিন চিরে জংশন গড়ো,
ভালবাসি শুনলেই, বাজাও