এখানে নক্ষত্রেরা আলো দেয় পাখির পালকের মত করে,
অপূর্ব লাল সন্ধ্যায় তারা নীড়ে ফিরে যায় প্রেমিকার বুকে।
পাখির নীড়ের মত করে নক্ষত্রের প্রেমিকেরা অপেক্ষা করে-
প্রহর গুণতে গুণতে তারাও একসময় সুনিদ্রা যায় আঁধারের বুকে।
এখানে নক্ষত্রেরা নীড়ে ফিরে শকুনের ঠোঁটের মত করে,
দীপ্ত বীথির দ্যুতিতে নীলাভ আকাশের নীচে ঘুমবে বলে।
নিশ্চল সমুদ্রের মত জোয়ারের অপেক্ষায় থাকে শকুনের খাদ্যগুলো
ভুল তিথিতে অপেক্ষিত খাবারেরা সমুদ্রের বুকে শুকিয়ে মরে।
এখানে প্রেমিকেরা নক্ষত্রের আলোয় স্নান করে পবিত্র হবে বলে,
তাদের ভেজা শাড়ীতে জড়িয়ে থাকে কলঙ্কিত শরীরের শীরা
আর পবিত্র যোনিতে মধ্যরাতে জড় হয় একদল শুকরের শুক্রাণু
দিনের পর দিন সেখান থেকে জন্ম নেয় সহস্র দানবীয় ব্লাক হোল।
এখানে রাতের আলোয় দিনের আঁধার লুকিয়ে থাকে সহস্র বছর ধরে
শরীরের পচা দুর্গন্ধ এক প্রহরের রোদে শোকাবে বলে-
লুকায়িত রোদের শরীররে সেই পচা গন্ধে ছুটে আসে হাজারো নীল কাক
রাতের পর রাত সে শুধু ছুটেই চলে অন্তহীন পথে।
এখানে নিষ্পাপ চাঁদের বুকে লুকিয়ে থাকা ব্যথাকে কলঙ্ক বলে;
রাশি রাশি ব্যথা তখন বুক চিতিয়ে ধরে নক্ষত্রের আলোর পানে,
লক্ষ বছরের ব্যথা উপশম করবে বলে।
সুদীর্ঘ সময়ে চিতিয়ে রাখা বুকে ব্যথা আরও বাড়ে তবু নক্ষত্ররা আলো দেয়না ।
loading...
loading...
পরিচ্ছন্ন এবং নিখাঁদ। দিনের সেরা কবিতার মর্যাদা দেয়া যেতে পারে।
loading...
তাহলে তো সেরা ধন্যবাদটা আপনাকেই দিতে হয়
loading...
loading...
পাঠে মুগ্ধ হলাম কবি আলমগীর কবির দা। অনেক ভাল থাকুন।
loading...
আপনাকে অনেক অনেক ধন্যবাদ রিয়া, অনেক অনেক ভালো থাকবেন।
loading...
কবিতাটি কপি করে নিয়ে গেলাম। পরে আবার পড়বো। শুভেচ্ছা আপনাকে।
loading...
আপনার মন্তব্যটাতে বেশ মজা পেলাম, আপনার জন্য শুভ কামনা রইলো।
loading...
পারফেক্ট কবিতা আলমগীর ভাই।
loading...
ধন্যবাদ ভাইয়া
loading...
লুকায়িত রোদের শরীররে সেই পচা গন্ধে ছুটে আসে হাজারো নীল কাক
রাতের পর রাত সে শুধু ছুটেই চলে অন্তহীন পথে। মরণ রে, তুঁহু মম শ্যামসমান।
loading...
হুমম




loading...
গুড ক্রিয়েশন মি. আলমগীর কবির।
loading...
অনেক অনেক শুভ কামনা ভাইয়া
loading...
কবিতা পাঠে বেশ প্রেরণা পেলাম কবি দা
অনেক শুভ কামনা রইল———–
loading...
আপনার জন্যও শুভ কামনা রইলো
loading...
চমৎকার একটি কবিতা। আরও আসুক।
শুভেচ্ছা গ্রহণ করুন।
loading...
ধন্যবাদ অর্ক, চেষ্টা করা হবে, প্রতিশ্রুতি দিলাম
loading...