তুমি চাইলেই

তুমি চাইলেই সাত সমুদ্র ওপার হতে তোমায় একটা সমুদ্র এনে দিতাম;
কি দরকার ছিল শরীরে এক ফোটা লোনা জল লুকিয়ে রাখার।

তুমি চাইলেই আকাশ হতে সমস্ত নীলিমা তোমায় এনে দিতাম;
কি দরকার ছিল চোখের কোনায় এক ফোঁটা নীলিমা লুকিয়ে রাখার!

তুমি চাইলে চেরাপূঞ্জির সমস্ত মেঘ তোমার গাঁয়ে জড়িয়ে দিতাম!
কি দরকার ছিল এক ফোঁটা বৃষ্টি খোপায় লুকিয়ে রাখার!

তুমি চাইলেই জোছনাকে শিশির বানিয়ে কুসুম কমলে তোমাকে ভিজিয়ে দিতাম;
কি দরকার ছিল এক ফোটা জোছনাকে আচলে বেঁধে রাখার!

তুমি চাইলেই সমস্ত আধাঁরকে ঠেলে দিতাম ব্লাক হোলের গোহিন অরণ্যে;
কি দরকার ছিল এক রতি আঁধার ঠেলে আমাকে দেওয়ার!

তুমি চাইলেই গঙ্গা, পদ্মা কর্ণফুলি সবগুলোকে এনে ধরিয়ে দিতাম তোমার হাতে;
কি দরকার ছিল পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকার!

তুমি চাইলেই পৃথিবীর সমস্ত ফুল তোমার খোপায় গুজে দিতাম!
কি দরকার ছিল গোলাপের কাঁটায় হাত দেওয়ার!

তুমি চাইলেই পাহাড় চূড়ায় তুলে দিয়ে রূপালী বরফ দেখাতাম;
কি দরকার ছিল পাথলে উষ্ঠা খেয়ে নখ কাটার!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০১-১২-২০১৮ | ৮:০৪ |

    এমনিতে আপনার লিখা পড়ার সুযোগ আমাদের খুব কম হয়।

    তারপরও যখন লিখেন অসাধারণ শব্দটি মুখ এমনিতেই বেড়িয়ে আসে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ০১-১২-২০১৮ | ১২:১৫ |

    আরিব্বাহ্। কবিতাটি খুব সুন্দর হয়েছে তো!!!!!!!!!!

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ০১-১২-২০১৮ | ১৯:০৮ |

    আপনার লেখাটি ভীষণ পছন্দ হলো আলমগীর দা। শুভেচ্ছা জানবেন।

    GD Star Rating
    loading...