উৎসর্গঃ প্রয়াত শ্রদ্ধাভাজন আরজু মুক্তা আপু
হারিয়ে যাচ্ছে অসংখ্য পাতা!
একদিন আমার পাতাও হারিয়ে যাবে
বুঝতে পারি না- জানতেও পারি না
কোন পাতার সুঘ্রাণ- বড় মধুময়;
অথচ কষ্ট হয় তখনী, যখনী শুনতে হয়
সে পাতা আর নেই- ঝরে গেছে
গভীর মাটির মমতায়- কোথায় হারালো
জানা হলো না শুধু অভিমানে চলে গেলো!
কোথায়? সবটুকু মমতার কায়া রেখে গেলো
জানা হলো না স্বপ্ন পুরনে কথার আনন্দ
অথচ বিশ্বাসটুকু যে ধর্ম, সেই ধর্মের আলোকে
প্রার্থনা জানাই প্রভু- এ পাতা- সব পাতা-
জান্নাত দান করো প্রভু! পাতাগুলো অম্লান।
২৮ভাদ্র ১৪২৮, ১২সেপ্টেম্বর ২১
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শ্রদ্ধাভাজন আরজু মুক্তা আপু
প্রার্থনা জানাই প্রভু- এ পাতা- সব পাতা-
জান্নাত দান করো প্রভু! পাতাগুলো অম্লান।
জি মুরুব্বী দা আরজু মুক্তা আপা এক জন ব্লগার লেখক কবি
গ্রামের রংপুর
আমার সাথে কোনদিন কথা হয়নি কিন্তু আমার কবিতা সে পছন্দ করত
আল্লাহ জান্নাত বাসি করুন আমিন
Respect
মুক্তা আপুকে আল্লাহ জান্নাত বাসি করুন আমিন