একটা স্মৃতির প্রসাদ নেই-
সেখানে সাজানো ছিল প্রণয়!
অথচ খরগোশ, কচ্ছপের দৌড় গল্প,
নিঃশেষ হয়েছে- সরকার বাড়ি
ধূলিমাখা রাস্তার মোড়; তবুও বেঁচে
থাকার নিঃশ্বাস আকাশ ভাড়ি-
এতটুকু বাতাসের গন্ধ নেই।
কল্পনার কষ্টগুলো লজ্জাহীন
তবুও মেঘ বৃষ্টির অবকাশ চায় বেশ-
অথচ হিংসার উঠান- সরিষা ফুলের ঘ্রাণ,
শাালিকের নাচ অম্লান হয়েছে- প্রতিটি
চোখের ভাজে- তাতে কি একদিন ধোঁয়ার
মাঠ ফর্সা হবে, কৃষ্ণচূড়ার গন্ধে-
বর্ষ বরণ, এমন কি মুখরিত সেই পণে।
১১ মাঘ ১৪২৬, ২৫ জানুয়ারি ২১
———————————–
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অসাধারন লিখেছেন কবি।
জ্বি মহী দা অশেষ ধন্যবাদ জানাই
কবিতায় ব্যবহৃত উপমা সমূহ আপনার লিখাকে করেছে মহিমান্বিত। গুড লাক।
জ্বি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই