ঘ্রাণ নিবে না নাক উল্লাসে
চৌকাঠ সীমান্তে বিতর্ক তোমার সত্যই আকাশে
মেঘ নাই- শুধু হাহাকার নিরবধি শুঁকনো জল;
তারপর অভিমানী তর্ক ঠোঁট- তুমি বুঝো সব –
ভাবতে পারো কতটা বানে স্বপ্ন ডুবেছে ছল।
তোমার যখন ঘনঘটা মেঘ জমবে- ছিদ্রমহ আকাশে
ঠিক তখন অবসানে নতুনত্ব ঘোরান্ধকারে বিতর্ক
খেলা করবে দীর্ঘশ্বাস কিংবা উলঙ্গ সাধুসঙ্গ;
পরিবেশের চারপাশ নর্দমার মতো ঘৃণা করবে
অথচ সমস্ত ধ্বংসের নি পাথ টুকু তোমার কারণ
উজ্জ্বলিত হবে -ঠিক বিতর্কের মাটির ধূসর গন্ধ
আপাত মস্ত জুড়ে কেহ ঘ্রাণ নিবে না নাক উল্লাসে।
২৯ ফাল্গুন ১৪২৫, ১৩ মার্চ’১৯
———————————
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চৌকাঠ সীমান্তে বিতর্ক তোমার সত্যই আকাশে
মেঘ নাই- শুধু হাহাকার নিরবধি শুঁকনো জল;
দুয়েকটি টাইপো যদিও থাকে তারপরও কবিতার প্রয়াস আপনার চমৎকার।
loading...
চমৎকার সুন্দর লিখেছেন।
loading...
ভাল লিখেছেন প্রিয় কবিবাবু।
loading...
তারপর অভিমানী তর্ক ঠোঁট- তুমি বুঝো সব —
ভাবতে পারো কতটা বানে স্বপ্ন ডুবেছে ছল ।
নান্দনিক উপস্থাপন কবি বন্ধু আলমগীর সরকার লিটন। শুভেচ্ছা নিন।
loading...
কবিতার বক্তব্য আমার কাছে ভীষণ গম্ভীর আর কঠিন লেগেছে কবি লিটন ভাই।
loading...