// নিষিদ্ধ ধোঁয়া ফিরে এসো //
———আলমগীর সরকার লিটন //
======================
সব ফুলের আত্মারা ঝরে যায়
মাটির নিবিড় পরশে-
গন্ধ সুবাসটুকু সময় অসময়ে
ব্যাকুল করে তুলে-
সত্যিই একদিন দেখো সব
তারাও খঁসে যাচ্ছে-
খোঁজে খোঁজে ক্লান্তি নিরুদেশ
শুধু এ ধূসর মৃত্তিকা;
চিরসবুজ পাতারাও নৈঃমিত্তিক হয়ে
দাঁড়িয়েছে মাত্র!
দেখো নদীর গর্ভে জল আর
তরঙ্গ কথাও বালুচর-
কত প্রেমময় সুর এটাই বাস্তবতা
তবুও গরে গরে মধ্যদুপুর;
এভাবে নিষিদ্ধ ধূলি ধোঁয়ার
বাতাসে না ঘেশাটাই ভাল উত্তম
কারণ একদিন নিরুদেশের তারা হবে
ঘাসফুলের ফড়িং
সময়ের গন্ডিতে ফিরে এসো -ফিরে এসো-
তাতেই ফুলের ফুলেল পাবে।
১৭-০৭-১৮
————–
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চমৎকার কবিবাবু।
জ্বি রিয়া দিদি
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন—–
* বেশ সুন্দর হয়েছে কবি দা।
শুভরাত্রি।
জ্বি হুসাইন দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন—–
শুভেচ্ছা রইলো বাউল কবি মি. সরকার।