তারার গান
আকাশের বুকে একটি তারা
তারা চায় চাঁদের কায়া-
কায়ার ভুবনে পরলো না
আমার এতোটুকু ছায়া;
হায় চাঁদ তোর অপেক্ষার-
বন্ধু হওয়া- পূর্ণিমার রাতে
একটু ঝিলিমিলি নেওয়া।
ভাবে নিস অমাবস্যার তারা
আলো আঁধারে সবি যে মায়া-
আমি যে খসে পরা এক তারা।
বিন্দু বিন্দু শিশির ভিজা ঘাসের
বুকে জল, টলোমল করে সেই
প্রশ্ন উত্তরের ছল- মৃদূ হাওয়া
ঝরে যায় আমি যে সমুদ্র অতল;
উত্তরটা রয়ে গেছে চাঁদের পাশে
তারার দল, দলছুট তারার গান সাজা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি. সরকার।
loading...