গোলাপের বুকে প্রজাপতি
দেহ রঙের ঢেউ বহে কল কল
ভবনমাঝির খরতাপ আহা কি বল বল ;
কি রূপের সাজসজ্জা সকাল দুপুর সন্ধ্যা-
কি আঁকালে চরবালির রঙে ছবি-
সেই ছবিতে আনো এতটুকু অনুভূতি!
গোলাপের বুকে মধু সংগ্রহে প্রজাপতি।
পথের মাঝে গন্ধ রসে পেতে বল কতটুকু রাজি-
ধোঁকা বাজ পিঁপড়া বড়ই হয়েছে যে পাজি !
কোন আলোই বুক ঝলছে না –কাঁপছে না
অমাবস্যার রাত শুধু তারার গলায় ফাঁসি,
প্রজাপতি গোলাপের বুকে কি রঙ্গসংসার পঁচালি-
সমস্ত স্বপ্ন রঙিন যমুনা তরে ভেসে দিলি।
গোলাপের বুকে সিক্ত মন হতে চাস প্রজাপতি?
শুধু একটুও দেখলি না রঙে তুলিতে অনুভূতি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
প্রজাপতি গোলাপের বুকে কি রঙ্গসংসার পঁচালি। ___ চমৎকার প্রিয় বাউল কবি।
loading...