যমুনা কাছে প্রার্থনা

যমুনা কাছে প্রার্থনা

ও যমুনা তোকে ভালোবাসি বলে
আমার বুকে মরা বানভাসাস-
তোকে শ্রদ্ধা, স্নেহ, মনে করি বলে
সোনালী মন পাঁজর ভাঙ্গিস:
বল না কেনো এত তোর অনুরাগ?
তোর আল্লাহর দোহায় লাগে
আমার বুকে আর বানভাসাস না।

এত জল কত মৃত্যুর আর্তনাদ
এইসব দেখে তোর খুব আনন্দ পাস!
আর কত আনন্দ করবি যমুনা-
তুই ত সঙ্গেই আছিস থাকবি চিরকাল!
চারপাশ নিঃসঙ্গ করে কি ভালোবাসা পাবি?
তোর দোহায় লাগে করজোড়ে প্রার্থনা করি;
এবার একটু থাম যমুনা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৭-০৮-২০১৭ | ১২:৩৬ |

    মনের কথাই কবিতায় তুলে ধরেছেন প্রিয় বাউল কবি।

    GD Star Rating
    loading...