হঠাৎ যদি এমন হতাম

হঠাৎ যদি এমন হতাম

হঠাৎ যদি এমন হতাম………
জনসমুদ্রে পিচঢালা রাস্তার মতন,
বুকের উপরে শু-শা করে কত না
যাত্রীবাহি গাড়িগুলো গরে গরে যাচ্ছে ঘটিয়ে দুর্ঘটনা,
টপ টপ করে তাজা রক্ত পরছে, দেখতো,
জল ঝরাতো নয়নে।

বিচার দিনে বস্তুনিষ্ঠ স্বাক্ষী নাহয় দিতাম।
হঠাৎ যদি এমন হতাম……
শিশির সিক্ত প্রভাতের রক্তিম সূর্য
গাঁ ঘামাতাম তীব্র খরায়, পুড়ে দিতাম যতো নির্বোধ,
চেয়ে চেয়ে দেখতো সবাই
নিধন হতো সব নির্বোধ।

হঠাৎ যদি এমন হতাম……
স্বচ্ছ দীঘির জল ভাসিয়ে দিতাম
পরে থাকা পঁচা আবর্জনা আর মল।
হঠাৎ যদি বিশুদ্ধ বায়ু হতাম-
উড়ে দিতাম দূষণ ভরা বাতাস,
সুগন্ধ সুভাষ দিতাম।

হতাম যদি পূর্ণিমার চাঁদ,বিছিয়ে দিতাম সুখের পাঠি
ঘুমে যেতে, ঘুম পারতো পরিপাটী।
দাও গো এই সত্তা, কেমনে হবে?
দেখিয়ে দিতাম শত বার, উদারতা;
হঠাৎ যদি এমন হতাম……।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৩-০৮-২০১৭ | ১৩:০৪ |

    চমৎকার লিখা প্রিয় বাউল কবি মি. সরকার। গুড জব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...