সামনে যুদ্ধোরত মাঠ
সামনে কঠিন যুদ্ধোরত মাঠ দেখছি
সেখানেই সৈনিক শুধু আমি একা-
জানি না কতটুকু হবো পরাজয় না বিজয়।
তবে এতটুকু হবে বুঝি রক্তক্ষরণ
এর চেয়ে চিরমুক্তি চাই সমর্পণ-
শুধু সামনে আমার যুদ্ধোরত ক্ষণ
যাচ্ছে হয়ে আস্থা বিশ্বাসে কৃপণ;
সময় আসছে কেমন মৃলিনময় কঠিন?
ভাবতে লাগে নোনা রোদনে রুটিন-
এ আমার হতে যাচেছ কোন মরনে বুটিন।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আমার সকলের সামনে এখনও যেন যুদ্ধরত মাঠ অপেক্ষা করছে।
জীবনের ধায় অধ্যায় এখনও মসৃন নয়। কোন যুদ্ধের অপেক্ষায় জীবন।
loading...