আর কত নোনা জল

আর কত নোনা জল

সূর্য রোদের নিঠুর যৌবন খেলায়
নরম দেহে অসহ্য কষ্ট !
নদ নদীর মতো নোনা স্রোত বয়ে যায়
সময় ক্ষণ হচ্ছে কত নষ্ট;

আর কত খেলবে তাপদাহ রাঙা রঙিন
ভিতর বাহির করে খানখান –
দিয় না ঈশ্বর, জীবন ঘেষে জল শৃন্য মরণ!
শুধু এই ফেরেস্তার মতো
শিশু রা হয়ে যাচ্ছে যখন তখন পিষ্ট;
আর দিয় না সময়কালের কষ্ট।

হিম শীতল বাতাস দাও আরও দাও বৃষ্টি
ক্ষীণকালে বাঁচতে যাই –
আর নয় নোনা জল, নতুন কোন পূণ্যের
স্বাদ পায়ে গড়ি কৃষ্টি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-০৫-২০১৭ | ১৭:৩৭ |

    কবিতায় শুভেচ্ছা রাখি বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...