সফল প্রেম কি বিয়ে ছাড়া পূর্ণতা লাভ করে না?

সফল প্রেম কি বিয়ে ছাড়া পূর্ণতা লাভ করে না? কি মনে হয় আপনাদের?

তার ভালোবাসার মানুষের সাথে তার বিয়ে হলো না, আর যার সাথে তার বিবাহিত জীবন তার সাথে ভালোবাসা হলো না। শুধু শারীরিক প্রয়োজনে কাছে আসা, বছর ঘুরে সন্তান আসা এভাবে মেয়েটির মাথার চুল কখন যে শুভ্র হয়ে যায় সে নিজেও টের পায় না। এদিকে তার বিয়ের আগের প্রিয় মানুষটি বাবা মায়ের ইচ্ছেতে তাদের পছন্দের মেয়েকে বিয়ে করে এবং সে ও একইভাবে জীবনের একমুখী ট্রেইলে সামনে আগাতে থাকে পিছনে যেতে যেতে। তবে ভার্চুয়ালি এই দু’জনের হৃদয়ের সাথে হৃদয়ের কোনো এক যোগসূত্র থেকেই যায়।

এক রাতে মেয়েটির ঘরের মানুষটির পাশে বসেই মেয়েটি ওর প্রিয় মানুষটির সাথে ইনবক্সে কথা বলছিলো, এর ভিতরে মেয়েটির ঘরের মানুষটি মেয়েটিকে নিজের বিছানায় নিয়ে যায়। ছেলেটি সব কিছু বুঝে নিজের ভিতরে এক বিচিত্র অনুভবে দগ্ধ হয়। কিন্তু করার কি কিছুই আছে? হয়তো ওরা ঘুমাচ্ছিলোই। তবু ছেলেটা, বয়স যাকে লোকটাতে রুপান্তরিত করতে অক্ষম হয়েছে, সে নিঃশব্দে কিছু ছবি আর শব্দ কল্পনা করতে থাকল, সেই কল্পনা থেকে পাওয়া কষ্ট গুলি সইতে লাগল। রাত বইতে লাগল। ঘুম আর আসে না। মাঝরাতে সে ইনবক্সে এলোমেলো লিখতে থাকে। সে কী এভাবে দূরের কোন শহরের এক বিছানায় নিজের মানুষের শরীর থেকে অন্য পুরুষের হাত সরাতে চায়?

অন্যদিকে মেয়েটা তার বিছানায় নির্ঘুম অনুভব করতে থাকে পুরো গল্পটা। কখনো চুলের ওপর নিয়মিত ছন্দে পড়তে থাকা ঘুমন্ত মানুষটার নিঃশ্বাস, কখনো কল্পনার মানুষটার শরীরের প্রতি কোষের অসহ্য কষ্টগুলি, কখনো নিজের দ্বৈত স্বত্ত্বা – আরো কিছু সত্য যা মেয়েটা একার ভিতর লুকিয়ে রাখে, কাউকে বলে না – সব কিছুই যেন বিমূর্ত শিল্পের মত চোখে ভাসছিল। ঘুম নেই, চোখের কোণে..সে মেসেজ আসার শব্দ পায়। নিরবে জেনে রাখে। উত্তর দেয় না। বরং নিজেকে হাজারো প্রশ্ন করতে থাকে…

এভাবেই হতে থাকে নিরব সংলাপে লেখা এক দীর্ঘ উপন্যাস। রাতের পর দিন, দিনের পর রাত গেঁথে গেঁথে বোনা। হৃদয়ের গহীন গভীরে ভালোবাসার জগত। যে সম্পর্ককে পৃথিবীর কিছুই নাগাল পায় না। অনেকগুলো বছর ধরে ওরা দুজনে সেই সম্পর্কটাকে সযত্নে রেখে দিয়েছে। অনেক কষ্টের, অনেক সুখের সম্পর্ক। অনেক দামী। পার্থিব কোন আকাংখা এই মানুষ দুটিকে টলায় না।

ওরা পৃথিবীর কারো কাছে নিজেদের সম্পর্কের জন্য কিছু দাবী করে না। মেয়েটা ওর স্বামী সংসারকে সুন্দরভাবে দেখে, ছেলেটিও পরিবারের সব কিছু ঠিকভাবে করে। কিন্তু হৃদয়ের ভালোবাসাটা শুধুমাত্র মেয়েটির জন্য। এরা দূরে থেকে একে অন্যের জন্য সমগ্র বিশ্বের সকল ভালোবাসাকে ধারণ করে এক অনুপমেয় গ্রন্থ’ লিখে চলে। তার নাম দেয় ‘প্রেম’।

.
________________________________________
ছবিঃ গল্পকারের ক্রেডিটঃ জ্ঞানীবাবু Labiba Mamun Khan.

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ০টি) | ৮ জন মন্তব্যকারী

  1. সুমন আহমেদ : ০৭-০৮-২০১৯ | ১০:২১ |

    সফল প্রেম কি বিয়ে ছাড়া পূর্ণতা লাভ করে না? এই প্রশ্ন আমারও মামুন ভাই। Smile

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৭-০৮-২০১৯ | ১১:৪২ |

    এরা দূরে থেকে একে অন্যের জন্য সমগ্র বিশ্বের সকল ভালোবাসাকে ধারণ করে এক অনুপমেয় গ্রন্থ’ লিখে চলে। তার নাম দেয় ‘প্রেম’।

    পোস্টের প্রথমে করা প্রশ্নের উত্তর এখানে আছে মি. মামুন। Smile

    GD Star Rating
    loading...
  3. ফেনা : ০৭-০৮-২০১৯ | ১১:৪৮ |

    মুগ্ধতার সাথে নিজের চোখের অশ্রু।

    ভালবাসা জানবেন।

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ০৭-০৮-২০১৯ | ২০:৩৮ |

    মন্তব্যের উত্তর দেন নাই জন্য মন্তব্য থেকে বিরত থাকলাম প্রিয় গল্প দা।

    GD Star Rating
    loading...
  5. সৌমিত্র চক্রবর্তী : ০৭-০৮-২০১৯ | ২০:৪০ |

    বেশ তো। এই ই তো ঠিক আছে মনে হয় মহ. আল মামুন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  6. আবু সাঈদ আহমেদ : ০৭-০৮-২০১৯ | ২১:২৭ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  7. সাজিয়া আফরিন : ০৭-০৮-২০১৯ | ২৩:০৮ |

    তার নাম ‘প্রেম’।

    GD Star Rating
    loading...
  8. মাহমুদুর রহমান : ০৮-০৮-২০১৯ | ১:৪৭ |

    বেশ    

    GD Star Rating
    loading...