।। ছোটগল্পঃ ইচ্ছেপূরণ ।।

।। ছোটগল্পঃ ইচ্ছেপূরণ ।।

নিজের ছোট্ট রুম থেকে বের হয়ে চারপাশটা দেখলেন। কিছুটা মুগ্ধ হয়েই। এরপর দরজায় তালা লাগালেন। প্রতিবারই এমন হয়। কিছুক্ষণ নীল আকাশ ও সাদা মেঘের উড়ে যাওয়া দেখে মনে মনে বললেন, ‘সুবহানাল্লাহ!’

বহুদিনের অভ্যাস।
এখন আপনা আপনিই মন থেকে ঠোঁটের ফাঁক দিয়ে বের হয়ে যায়। মহান সৃষ্টিকর্তার সৃষ্টিসমূহ দেখতে থাকলে মনের অগোচরেই তার পবিত্রতার বহিঃপ্রকাশ ঘটে! এর জন্য আলাদা ভাবে মুখ দিয়ে উচ্চারণের প্রয়োজন হয় না। আর মহান আল্লাহপাক এই মনকেই দেখেন… সেখানেই বসত গড়েন। কিন্তু তার জন্য চাই সাদা…স্ফটিকের মত মন।

আজ দুই মাস হতে চলল গাজীপুরের এই এলাকার মসজিদের ইমাম হিসাবে আব্দুল জাব্বার সাহেব নিয়োগ পেয়েছেন। এর আগে ফেনীর একটি প্রত্যন্ত এলাকায় এক মসজিদের ইমাম ছিলেন। ইমাম-কাম-মোয়াজ্জিন… একাই তাকে এই দুটো দায়িত্ব পালন করতে হতো। সেখানের মসজিদ কমিটি কোনোমতে তাকে খাইয়ে-পরিয়ে আর মাসিক থোক কিছু টাকা দিয়ে বাঁচিয়ে রেখেছিল।

ভাবনায় হোঁচট খেলেন।
এইতো একটা নাফরমানী চিন্তা করে ফেলেছেন। মসজিদ কমিটির কি সাধ্য তাকে বাঁচিয়ে রাখে? আল্লাহপাক চেয়েছেন বলেই না সেখানে তার রিযিক এসেছে… সেটা পরিমাণে যাই আসুক না কেন।

মনে মনে কয়েকবার ‘আস্তাগফিরুল্লাহ’ (হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন) পড়লেন। সাথে সাথে একথাও তার মনে পড়ল, সেই গ্রামের মসজিদে আল্লাহ পাক তার জন্য যে পরিমাণে রিযিক পাঠাতেন, সেটা দিয়ে তার নিজের এবং ভোলায় তার পরিবারের প্রতি মাসের খাওয়া খরচই মিটানোই মুশকিল হয়ে যেত। অন্যান্য কিছুর কথা তো বাদই দিলেন। টাকাগুলো সব কুরিয়ারে বাড়িতে পাঠাতেন। নিজের তিনবেলা খাবার এক এক দিন এক এক বাড়িতে নির্ধারিত ছিল। ভাল-মন্দ খাওয়া হয়েই যেত। এটাও আল্লাহপাকের ইচ্ছা।

তবে প্রতিবেলায় নিজের উদরপুর্তি করে ভালো ভালো খাবার খাওয়ার সময় চোখের সামনে ভেসে উঠত ভোলায় বৃদ্ধা মা, বউ আর তিন সন্তানের অভুক্ত চেহারাগুলো। কিন্তু খাবার নষ্ট করা যাবে না ভেবে জোর করে হলেও সেগুলো গলাধঃকরণ করতে হয়েছে। নিজের চোখের পানিকে মনের ভিতরের রক্তক্ষরণের সাথে মিশিয়ে ফেলতে হয়েছে। পাছে তার চোখে পানি দেখে খেতে কষ্ট হচ্ছে ভেবে যিনি খাওয়াচ্ছেন তিনি আবার কষ্ট পান!

কতটা গরিবী হালতে রয়েছে তার পরিবার যে তিনবেলা পেটভরে খাবারও খেতে পারে না। নদী ভাঙ্গনে তাদের সহায়-সম্পদ নদীর গর্ভে চলে গেছে। গুচ্ছগ্রামের বাড়ীটা পাওয়াতে তাদের মাথাগোঁজার একটা ঠাই হয়। এখানে তার কাছে যে সবাইকে এনে রাখবেন, সেই সামর্থ্যও তার নেই। নিজে কোনোমতে মসজিদের সাথের ছোট্ট খুপড়িতে থাকেন। পরিবারের বাকী ৫ জনকে এনে কোথায় রাখবেন? আল্লাহপাক সবরকারীদের সাথে থাকেন। সেই সবরই তিনি করছেন। এই অজ পাড়াগাঁ এ আজ পাঁচটি বছর ধরে পড়ে থাকা কি কম সবরের কাজ?

একদিন গাজীপুরের এই মসজিদটির ইমাম নিয়োগের খবর পান আরেক পরিচিত গ্রামবাসীর কাছ থেকে। সে গাজীপুরেই থাকে। তার কথামত দরখাস্ত করেন… ইন্টারভিয়্যু দেন এবং সিলেক্ট হয়ে আজ এখানে।

ভাবতে ভাবতে মসজিদ ছাড়িয়ে আরো অনেকটা এগিয়ে গেলেন। আজ জুম্মাবার। আজানের এখনো ঘন্টা খানিক বাকী আছে। এখান থেকেই বাজারের শুরু। এই এলাকায় বেশ বড় একটি গার্মেন্টস কারখানা রয়েছে।বেশ দূরে আরো কয়েকটি। এগুলোকে কেন্দ্র করেই এই এলাকাটার গড়ে উঠা। নাহলে একসময় এই এলাকা ইটভাটার জন্য কুখ্যাত ছিল। ধীরে ধীরে ফ্যাক্টরী গড়ে উঠল, কাজের জন্য শ্রমিকেরা এলো। তাদের জন্য ঘর-বাড়ি বানানো শুরু হল… ইটের ভাটার ইট দিয়ে বাড়ী হল… একসময় ভাটা বিলুপ্ত হল… দোকান-পাট তৈরী হল। এভাবেই.. একসময় বড় বড় মার্কেটগুলো এবং ফ্ল্যাট বাড়ীগুলোও অস্তিত্ব পেল। আর এগুলোর পাশে সেলাই দিদিমনিদের জন্য টিন শেডের ‘গার্মেন্টস বসতি’ কিছুটা বেমানান হলেও এদেরকে কেন্দ্র করেই এই জমজমাট আজকের এলাকা।

কাঁচা বাজার থেকে শুরু করে স্বর্ণের দোকান- সবই হয়ছে। আর সময়ের সাথে তাল মিলিয়ে ছোট্ট মসজিদটিও বাড়তে থাকে। ফাউন্ডেশন দিয়ে একতলা শেষ করে এখন দুই তলার ছাদের ঢালাই চলছে। আর এ সবই আল্লাহ পাকের ইচ্ছেতে সবার সহযোগিতায় হয়েছে।

প্রায় ছ’ফুটের কাছাকাছি দেহ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় আব্দুল জাব্বার সাহেব না চাইতেই সবার সমীহ আদায় করে নেন। একেতো ধর্মীয় নেতা (ইমামের অর্থ তাই), তার ওপর বিশাল দেহ… সম্মান তো আসবেই। কিন্তু তাকে যারা পরিচালনা করেন সেই মসজিদ কমিটির সদস্যদের কাছে নয়। এটাই এখন সিস্টেমে পরিণত হয়েছে। যাদের ভিতর ন্যুণ্যতম ধর্মীয় জ্ঞান নেই, আজকাল এরাই বেশীরভাগ মসজিদের কমিটিতে পদ নিয়ে আছে। আর তার মত আরবী শিক্ষায় শিক্ষিত ইমামদেরকে চলতে হয় কিনা এদের নির্দেশনা মত?

একটা দীর্ঘশ্বাস ফেলে মুদী দোকান এর পাশের চা’র দোকানের দিকে আগাতে থাকেন। এখানের এই চা বিক্রেতা নয়ন কে বেশ ভাল লেগেছে ওনার। যা বলে সরাসরি বলে ফেলে। কাউকে ডরায়ও না, ছাড় দিয়েও কথা বলে না।

তাকেকে দেখে সালাম দিয়ে বসতে বলল নয়ন। এরপর চা খাবে কিনা জানতে চাইলে আব্দুল জাব্বার সাহেব সম্মতি দেন। নয়ন চা বানায় আর পাশের খদ্দেরের সাথে কথা বলে। সময় বয়ে যায়..

মসজিদ কমিটির সভাপতি পাটোয়ারী সাহেবের বলা কথা গুলো এখনো মনে আছে। একটু বেশীই মনে আছে। কারণ কথাগুলোর ভিতরে বিশেষ কিছু ছিল। তিনি বলেছিলেন, ‘ আপনাকে আপনার এই বিশাল দেহ দেখেই আমরা বেশী পছন্দ করেছি। কারণ ফিগার একটা বড় ফ্যাক্টর। নাহলে আপনার থেকে আরো বেশী জানেন এমন ইমাম আমরা পেয়েছিলাম।’

পাটোয়ারী সাহেব সরকারী চাকুরে। নিজের চার তলা বাড়ী আছে। সেগুলোর ভাড়া পান। আর টাকা ধার দেবার সমিতি রয়েছে। সোজা কথায় বললে ‘সুদে টাকা লাগানো’ হয় এই সমিতির মাধ্যমে। এলাকায় এরকম অনেক সমিতি রয়েছে। যে সকল শ্রমিকেরা এখানে চাকরী করে, প্রয়োজনে অপ্রয়োজনে এরাই এই সব সমিতি থেকে টাকা সুদে ধার নেয়। তাই এখানের স্থানীয় সকলেই এখন এক একটা সমিতির মালিক। এটাই অর্থ আয়ের সহজ পথ ভাবেন তারা। এদিকে আবার বেশীরভাগ ক্ষেত্রে এরাই হয় মসজিদ কমিটির সদস্য!

ওনাদের বাড়ীতেই মসজিদের ইমাম হিসেবে পালাক্রমে এক একদিন এক একজনের বাসায় আব্দুল জাব্বার সাহেবকে খেতে হয়।

ইসলাম ধর্মে আছে, হালাল খাবার খেতে হবে। অথচ সুদের কারবার যারা করে মসজিদের ইমাম সাহেবকে তাদের বাড়িতেই খেতে হয়! আর এ ছাড়া কিছু করারও তো নেই। তাকে যা বেতন দেয়া হয়, সেটা একেবারে ফেলে দেবার মত না। গ্রামের বাড়ীর সবাইকে নিয়ে এখানে এনে রাখতে পারবেন এখন। কিন্তু এলাকার এটাই রেওয়াজ। তিনি যদি না করে দেন, তাতে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিবে। নাহয় বাড়ি বাড়ি খেলেন না, কিন্তু কোনো না কোনো সময়ে তো কারো না কারো বাড়ি খেতে যেতেই হবে। তখন?

আগের ইমাম সাহেবও খুব কামেল লোক ছিলেন। এই মসজিদের জন্য বাড়ি বাড়ি গিয়ে, ওয়াজ এর আয়োজন করে এই মসজিদ এতোদুর নিয়ে এসেছেন।

অথচ তাকে বাদ দিয়ে দেয়া হল।
কারণ তিনি জুমুয়ার খুতবাতে সুদের বিরুদ্ধে বলতেন। কমিটির লোকেরা ওনাকে এই ব্যাপারে না বলার জন্য অনেক অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। কারো কথাই শুনলেন না। অবশেষে তাকে চলে যেতে হল।

চা খেয়ে বিল দিয়ে আবার ফিরতি পথ ধরলেন। আজানের আর বেশী বাকী নেই। পথে দেয়ালে দেয়ালে সিনেমার পোস্টার। অর্ধনগ্ন নারীদেহের রঙিন ছবি। এরকম কিছুদুর পরপর রয়েছে। সেদিকে চোখ চলে গেলেও দ্রুত চোখ ফিরিয়ে নিতে পারেন। সাধারণ পাবলিকের সাথে এখানেই তার পার্থক্য। দীর্ঘদিনের অনুশীলন বলে কথা।

হাঁটতে হাঁটতে পাটোয়ারী সাহেবের আর একটি কথা মনে পড়ল। প্রথম দিন অনেক কিছুর সাথে তাকে এই কথাটিও বলেছিলেন, ‘আপনি ইমাম। মানুষের আখিরাতের মুক্তির জন্য কোরআন হাদিসের আলোকে বয়ান করবেন। সেটা আপনার এক্তিয়ার। কিন্তু সুদের বিষয়টি বাদ দিয়ে বয়ান করবেন। আমাদের এই এলাকার বেশীরভাগ মানুষই হয় সুদের ব্যবসা করে, না হয় সুদে টাকা ধার নিয়েছে। এখন এই বিষয়ে আলোচনা করলে সকলেরই শরীরে লাগে।’

সেই সময় একবার চিন্তা করলেন, পাটোয়ারি সাহেবকে বলেন যে, তবে এই ব্যবসা বাদ দিচ্ছেন না কেন?
কিন্তু অনেক কিছু চাইলেই আমরা বলতে পারি না।

যখনই মনে মনে সিদ্ধান্ত নেন যে, না, এভাবে নিজেকে ছোট করে ইমামতি করা যায় না। তখনই ফেনীর সেই ৫ বছরের হাড়ভাঙ্গা পরিশ্রমের কথা মনে পড়ে… ইমাম হবার পরও তাকে জমিতে হালের বলদ নিয়ে চাষে সাহায্য করতে হয়েছে… জায়গীর থাকার মত ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিনের পর দিন বিনা বেতনে পড়াতে হয়েছে… মসজিদের দেখাশুনা করা তো ছিলই।

আর ছিল পরিবারের সবাইকে ফেলে একা একা থাকা… দিনের পর দিন! আহ! অসহ্য যন্ত্রনাকর সেই দিনগুলোকে ফেলে এখন যখনই না একটু সুদিন আসি আসি করছে, তিনি কি নিজের বিবেকের দংশনে জর্জরিত হয়ে সেটিকে পায়ে মাড়িয়ে আবার সেই কষ্টকর দিনগুলোতে ফিরে যাবেন? মা-বউ ও তিন বাচ্চাকে এখানে সামনের মাসে নিয়ে আসবেন চিন্তা করেছেন। পাটোয়ারী সাহেব একটা দু’রুমের বাসাও তার জন্য অল্প ভাড়াতে ঠিক করে দিয়েছেন। পাশেই স্কুল আছে। সেখানে ছেলেমেয়ে তিনজনকে ভর্তি করাতে পারবেন। একটা মাদ্রাসা করার চিন্তা করেছে মসজিদ কমিটি, সেটাও তাকে চালাতে হবে। সেদিক থেকেও কিছু টাকা আসবে। আর সকালে এখন তার কাছে প্রায় ৫০-৬০ জনের মত আরবী পড়ছে। সেখান থেকেও অনেক টাকা আসছে।

এই সব কিছুকে ছেড়ে যেতে হবে একেবারে খালি হাতে, যদি কমিটির সদস্যদের কথার বাইরে নিজের বিবেকের কথা মত চলেন।

কি হবে আবার ফিরে গেলে?
মাকে ফোনে সেদিন বলেছেন, ‘চিন্তা কইরো না। আমার কাছে তোমাদের সবাইকে নিয়ে আসছি। আর কষ্ট করা লাগবে না।’

মা এর হাসিমুখ এতো দূর থেকেও তিনি দেখতে পেলেন। বউ এর খুশী অনুভব করতে পারলেন। ছেলেমেয়েদের বাবার কাছে আসার… একটু পেট ভরে খেতে পারার আনন্দকে নিজের হৃদয়ে উপলব্ধি করতে পারছেন।

এসবই স্রেফ উবে যাবে!
তার একটি সিদ্ধান্তের দ্বারা।

মসজিদের চৌকাঠে দাঁড়িয়ে জুতো জোড়া হাতে নিতে নিতে ভাবেন, একটা হাহাকার জীবনে সবসময় থেকেই যায়। সেটাকে কেউই অতিক্রম করতে পারে না।দারিদ্র্যতা জীবনের একটা অলংকারের মত তার জীবনে রয়েই গেলো। তবে যে এই দারিদ্র্যতাকে মেনে নিতে পেরেছে, তাকে কখনো শান্তির পিছনে ছুটতে হয় নাই। বরং শান্তিই তার পিছু নিয়েছে।

বড় করে শ্বাস নিয়ে মিম্বরের দিকে চলে যান। আজান দিতে হবে।

পুরো মসজিদে পিনপতন নীরবতা না থাকলেও মোটামুটি সকলেই নীরব। এই নতুন ইমাম এর কথার ভিতরে একরকম যাদু আছে। শুনতে বেশ ভালোই লাগে। খুৎবার আগে ইমাম সাহেব বাংলায় কিছু বয়ান করেন। এখন সেটাই দিতে যাচ্ছেন নতুন ইমাম আব্দুল জাব্বার সাহেব। তিনি সালাম দিয়ে শুরু করলেন,

– আল্লাহ পাক সুদকে হারাম করেছেন… যাকাতকে করেছেন ফরয।।

#মামুনের_ছোটগল্প

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৬ টি মন্তব্য (লেখকের ৮টি) | ৮ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-০৩-২০১৯ | ৯:১৮ |

    আপনার লিখায় মুগ্ধ হবেন না এমন পাঠক সম্ভবত কম আছেন। রচনা শৈলী অসাধারণ। শুভ সকাল মি. মামুন।

    GD Star Rating
    loading...
    • মামুন : ১৯-০৩-২০১৯ | ৯:৫৮ |

      সাথে থাকার শুভেচ্ছা গ্রহন করুন প্রিয় ভাইয়া। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  2. আনু আনোয়ার : ১৯-০৩-২০১৯ | ১১:১৮ |

    বেশ সুন্দর গল্প। আর বিষয়বস্তুও চমৎকার। বিশেষ করে বাংলা সাহিত্যে বিরল একটি বিষয় কে প্লট হিসেবে বেছে নিয়েছেন এবং সেটা ফুটিয়ে তুলেছেন নিপুণ হাতে। 

    কেমন আছে প্রিয় মামুন ভাই?               

    GD Star Rating
    loading...
    • মামুন : ১৯-০৩-২০১৯ | ১৩:৫৪ |

      প্রিয় আনু ভাই, আলহামদুলিল্লাহ! ভালো রেখেছেন আল্লাহপাক আমাকে।

      আপনি কেমন আছেন?

      আপনার অসাধারণ অনুভব আমার লেখার প্রেরণা হলো  জানবেন।

      শুভেচ্ছা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  3. নিতাই বাবু : ১৯-০৩-২০১৯ | ১২:৩৭ |

    দারুণ লিখেছেন শ্রদ্ধেয় দাদা। আপনার লেখা আমার খুবই ভালো লাগে, তাই নিয়মিত পড়ে থাকি। শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় দাদা।

    GD Star Rating
    loading...
    • মামুন : ১৯-০৩-২০১৯ | ২০:২০ |

      আপনার অনুভব প্রেরণাদায়ক জানবেন প্রিয় ভাই। নিরন্তর শুভেচ্ছা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif 

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ১৯-০৩-২০১৯ | ১৫:১৫ |

    মাঝারী গল্পটি পড়লাম। গল্পের রেশ মাথায় নিয়ে শুভেচ্ছা জানিয়ে গেলাম প্রিয় গল্প দা। Smile

    GD Star Rating
    loading...
    • মামুন : ১৯-০৩-২০১৯ | ২০:২২ |

      সময় নিয়ে গল্পটি পড়ার জন্য ধন্যবাদ প্রিয় দিদি। আপনার জন্যও শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  5. নূর ইমাম শেখ বাবু : ১৯-০৩-২০১৯ | ২০:২৮ |

    আন্তরিক ধন্যবাদ জানবেন আমার প্রিয়জন

    GD Star Rating
    loading...
    • মামুন : ১৯-০৩-২০১৯ | ২০:৩৫ |

      জি, গ্রহন করলাম ভাই। স্বাগত আপনাকে। শুভেচ্ছা গ্রহন করুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif 

      GD Star Rating
      loading...
  6. সৌমিত্র চক্রবর্তী : ১৯-০৩-২০১৯ | ২১:০৯ |

    গল্প লেখক মহ. আল মামুন খানের প্রতি শুভকামনা জানিয়ে গেলাম। Smile

    GD Star Rating
    loading...
    • মামুন : ২১-০৩-২০১৯ | ১৩:২৬ |

      অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় কবিদা'

      শুভেচ্ছা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  7. শাকিলা তুবা : ১৯-০৩-২০১৯ | ২২:৪৯ |

    ভালো গল্প মামুন ভাই। 

    GD Star Rating
    loading...
    • মামুন : ২১-০৩-২০১৯ | ১৩:২৬ |

      গল্পটি পড়ে সুন্দর অনুভূতি রেখে গেলেন, ধন্যবাদ। শুভেচ্ছা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  8. সুমন আহমেদ : ১৯-০৩-২০১৯ | ২৩:৩২ |

    ইন্টারেস্টিং গল্প মামুন ভাই।

    GD Star Rating
    loading...
    • মামুন : ২১-০৩-২০১৯ | ১৩:২৭ |

      ধন্যবাদ গল্পটি পড়ার জন্য। শুভেচ্ছা.. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...