পারুর বুকে জোনাক জ্বলে
কোনো একসময়ে আমি নিজের থেকেও নিজেকে লুকিয়ে রাখতাম। অন্যরাও দেখতে পেতো না আমাকে। এক ছায়াজীবনে নিজের কায়া হারিয়ে ফেলেছিলাম।
তখন ছায়ামানবের এক চিলতে আশার আলো ছিলো আয়তাকার এক জীবন। তাও ছিলো গণ্ডীতে আবদ্ধ। সীমার বাইরে যেতে দিতো না। ছটফট করতো অসীম মন আমার!
সেই সময় আমার বসবাসের এক চিলতে বারান্দাই ছিলো আমার একমাত্র আনন্দনগর! এপারে অন্ধকার, ওপারে সব আলো।
আমাকে আঁধারে ডুবিয়ে আলোরা ওপারে চলে গেলো সব পারুর কাছে! ইতোমধ্যে সে আমাকে নিজের অন্ধকারগুলোও ধার দিয়েছে।
সেই থেকে নিজের তমসাঘন আঁধারে ডুবে পারুর অন্ধকারগুলোও বুকে জড়িয়ে আছি। অন্ধকারের বুকে আরেক গোপন আঁধার। আমি দূর থেকে পারুর বুকে জোনাক জ্বলতে দেখি। অপেক্ষা করি… যদি সে ফিরে আসে এক টুকরো আলো হাতে!
আলোয় বসবাসকারী পারু কি কখনো এক টুকরো আলো নিয়ে অন্ধকারে ফিরে আসবে আমার কাছে? মৌচাক নগরে পারুর বুকে মধু মাছি ঘুরে ফিরে উড়ে বেড়ায়.. জোনাকী পোকারা নিজেদের একাংশ আলোকিত করে পারুর বুকে লেপ্টে থাকে। ওদের বাকী অংশ আমার মতো আঁধারে হাবুডুবু খায়।
এক কোটি বছর ধরে অপেক্ষায়.. চেয়ে আছি ওপারের আলোয় ঝলমলে জীবন থেকে এপারের অন্ধকারে এক টুকরো আলো নিয়ে আসবে পারু!
‘..আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী..’
loading...
loading...
‘… আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী …’
loading...
কবিগুরুর এই অসাধারণ গান প্রায়ই গুনগুন করে গাই আমি। ধন্যবাদ ভাইয়া সাথে থাকার জন্য। শুভেচ্ছা..
loading...
ছায়ামানবের গল্প পড়লাম মহ. আল মামুন ভাই।
loading...
ছায়ামানবের পক্ষ থেকে নিরন্তর ভালোবাসা রইলো প্রিয় কবিদা'। শুভেচ্ছা..

loading...
মুগ্ধ হলাম প্রিয় গল্প দা।
loading...
আপনার মুগ্ধতা আমার লেখায় প্রেরণা হলো প্রিয় দিদি। শুভেচ্ছা..

loading...
আলোপিয়াষী ছায়া মানবের কাছে ফিরে আসুক আলোকিত পারু।….
.. . Shuveccha janben
loading...
জি, তাই হোক। পারু আসবে সেই অপেক্ষায় এখনও এক ছায়ামানব তার কায়া হারিয়ে অপেক্ষার প্রহর গুনছে। ধন্যবাদ ভাই আপনাকে।

loading...
আপনার অণুগল্প গুলো দারুণ
loading...
ধন্যবাদ দাদা আপনাকে। শুভেচ্ছা..

loading...
খুব সুন্দর একটি অণুগল্প পড়লাম মামুন ভাই। অভিনন্দন জানাচ্ছি আপনাকে।
loading...
গল্পটি পড়ে সুন্দর অনুভূতিজানানোর জন্য ধন্যবাদ প্রিয়সুমন। শুভেচ্ছা নিরন্তর..
loading...
ভালো লাগার মতো অণুগল্প।
loading...
আপনার ভালো লাগা গল্পকারের প্রেরণা হলো জানবেন। ধন্যবাদ।

loading...
জীবনের গল্প।
loading...
গল্পটি পড়ার শুভেচ্ছা রইলো। ধন্যবাদ।

loading...
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী।
চমৎকার অনুভূতি….
loading...
আপনার সুন্দর অনুভবের প্রতি ভালোবাসা রইলো। ধন্যবাদ ভাই..

loading...