আমার ছোট কন্যাকে জ্ঞানী বাবু ডাকি আমি। আমার বন্ধের দিনটি এই জ্ঞানী বাবুর সাথে কিভাবে যে শেষ হয়ে যায়, নিজেই টের পাই না। সকাল থেকেই আমার (নাকি আমিই ওর) পিছু পিছু। আগে জুমুয়ার নামাজ পড়তে গেলেও তাঁকে ছেলের পোষাকে সাজিয়ে নিয়ে যেতাম। এখন সে বালিকায় রুপ নিয়েছে, তাই এখন আর সাথে যায় না।
বন্ধের দিনে আমি সম্পূর্ণ তাঁর। দাবা খেলতে হয় ওর সাথে, খেলতে হয় মনোপলি গেম। তাঁর নাচ দেখতে হয়, ক্লাশের বই থেকে পড়ে শোনাতে হয়। আর তাঁকে ‘টেলিভিশন’ এঁকে দেখাতে হয় (এই একটা জিনিসই আমি ভালো আঁকতে পারি কিনা)
জীবনটা হাজারো বিড়ম্বনায় ভরপুর আমার। গোলামীর জিঞ্জির গলায় পরানো। এর ভিতর থেকে কিছু ‘Quality Time’ পেতে আমাকে আমার এই বাবুটা অনেক সাহায্য করে।
আমি বুক ভরে জীবনের তাজা শ্বাস নিয়ে ৬ দিনের কষ্টকর… দীর্ঘ ট্রাফিক জ্যামের সকাল-সন্ধ্যা বিরক্তিকর অপেক্ষার গ্লানিকর মুহূর্ত ভুলে, প্রতি সপ্তাহে জ্ঞানী বাবুর কাছে ফিরে আসি। আবারো একটা ৬ দিন কাটানোর মানসিক শক্তি অর্জন করতে।
এই আমাদের গল্প। আমার আর জ্ঞানী বাবুর গল্প। এই আমাদের যাপিত জীবন… এভাবেই এখন বেঁচে আছি আমরা।
_____________________
#আমার_এবং_জ্ঞানী_বাবুর_গল্প
loading...
loading...
ভালো থাকুন দিবানিশি মি. আল মামুন খান। শুভ সকাল।
loading...
জি, ইনশা আল্লাহ ভাইয়া।
ধন্যবাদ আপনাকে।

loading...
আমাদের সবারই জীবন হাজারো বিড়ম্বনায় ভরপুর মহ. আল মামুন ভাই।
loading...
জি, সত্য বলেছেন প্রিয় কবিদা'। শুভেচ্ছা নিরন্তর।

loading...
জীবন হোক আনন্দময় প্রিয় গল্প দা।
loading...
জি, তাই হোক প্রিয় রিয়াদি'।
আপনারাও সবাই ভালো থাকুন।

loading...