মায়াবী কোমল আদর
নিজের টাইমলাইন একান্ত নিজের অনুভূতি ব্যক্ত করার একটা শক্তিশালী প্ল্যাটফরম। কিন্তু গল্প লিখতে লিখতে নিজের কথাই বলা হয়ে উঠে না।
আমি মিস করি আমার ছোট ভাইকে। ইমিডিয়েট ছোট ভাই। আমার জীবনের অধিকাংশ সময় ওর সাথে কেটেছে। সেই ছেলেবেলা থেকে একসাথে স্কুলে যাওয়া, এক সাথে বেড়ে উঠা, কলেজ ভার্সিটির সময়গুলোতেও কাছাকাছি ছিলাম। মুসা ভাই চবিতে যখন গুলিবিদ্ধ হলেন, আমি তখন সেই দোকানটির সামনে বসে চা পান করছিলাম। সিনেমা স্টাইলে ক্রলিং করে ফায়ারিং শুরু হলো.. হঠাৎ। দেখছিলাম সব চুপচাপ। দৌঁড়াতে বা পালাতে তখন লজ্জা লাগতো। আমার সাথের সবাই হাওয়া। ভাই ছিল পাশে তখনো। ফিরে ছোট ভাইকে দেখে এবং আমাকে ছেড়ে তার না যাওয়াটা দেখে বড্ড ভালো লেগেছিল।
এরকম অনেক ভালোলাগা রয়েছে আমার চিন্তার গোপন আলমিরায় এই ভাইটিকে ঘিরে।
সে আমার দেখা দুর্দান্ত মটরবাইক চালক। আমাদের আব্বাও ছিলেন তাই। আমার ভাই আর আমি চট্টগ্রাম থেকে মটরবাইকে করে খুলনায় নিজেদের বাড়িতে এসেছিলাম একবার। ওর সাথে এবং আরো কয়েকজন ভাই বন্ধুদের সাথে বাইক বহর নিয়ে ঘুরে বেড়িয়েছি যশোহর, ঝিনাইদহ, সাতক্ষীরা, কালিগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ, মঠবাড়িয়া, পাথরঘাটা, বরগুনা, পটুয়াখালী।
নিজেকে একজন নির্ভার রাজপুত্র মনে হত তখন। আব্বার সাথে ছিলাম যে তখন!
এখন কি মনে হয় নিজেকে?
কিছুই না।
‘নাথিং এট অল।’
জীবনের খারাপ সময়গুলি এবং ভালো সময়গুলি দুই ভাই আরো ভাইদেরকে নিয়ে একত্রে কাটিয়েছি। তৃপ্ত সময়গুলো কিছু অতৃপ্ত সময়কে বুকে নিয়ে চলেছিল।
সারা রাত জার্ণি করে ঢাকা থেকে ফজরের আজানের একটু আগে বাড়ি পৌঁছে কোলাপসিবল গেটের সামনে একটুও অপেক্ষা করতে হয়নি, চাবি হাতে ভাইকে দাঁড়ানো পেয়েছি- যতবার গেছি ততোবার পেয়েছি। বউয়েরা সবাই তখন ঘুমে বিভোর। আর ঘুরে ঢুকে পেয়েছি আম্মাকে। সোজা তাঁর বিছানায় আমার জন্য রাখা খালি জায়গাটায় গিয়ে শুয়ে পড়েছি। মা আরো অনেকক্ষণ জেগে থাকতেন। আমি তখন ঘুমে বিভোর।
সেই শূণ্য জায়গাটি আজো শুণ্য আছে। কেবল আমি নেই। মায়ের আঁচলের আদর এখনো শীতের নরম রোদের মত বড্ড মায়াবী কোমল! কিন্তু অনুভব করার জন্য সেখানে আমি নেই। আমি আছি এই কংক্রিট নগরে। ইউনিটে বদ্ধ বাসা পরিবারে।
আমার মাটি নেই। মাটি মায়ের কাছে। মা নেই কংক্রিট নগরে।
ভাই মায়ের কাছে। আমার আদরের অংশটুকু বড্ড যত্ন করে পাহারা দিচ্ছে।
সব পাখি একসময় নীড়ে ফিরে।
মানুষ বাড়ি ফেরে কখন?
আমি মানুষ না..?
loading...
loading...
যাপিত জীবনের গল্প ই শব্দানুভূতিতে উঠে এসেছে প্রিয় গল্প দা।
loading...
আমার নিজের গল্প.. আমার মা, আমার ভাই- প্রিয় মানুষদের অণুকথন। অনেক ধন্যবাদ আপনাকে রিয়া দিদি।
শুভেচ্ছা জানবেন।

loading...
সহজাত ভঙ্গীমায় আপনি যেমন সুন্দর লিখে থাকেন তেমনটাই হয়েছে মহ. আল মামুন ভাই।
loading...
আপনার অণুভূতি আমার লেখায় প্রেরণা হলো জানবেন প্রিয় কবিদা'। ধন্যবাদ ও ভালোবাসা রইলো..

loading...
অসাধারণ এক মায়াবী কোমল আদর এর অণুগল্প। অভিনন্দন মি. মামুন।
loading...
অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া। শুভেচ্ছা নিরন্তর আপনার জন্য।

loading...
* শুভ কামনা সুপ্রিয়….
loading...
ধন্যবাদ প্রিয় ভাই। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

loading...