মামুনের অণুগল্পঃ শেষ পাতা
প্রচণ্ড শীত। উত্তুরে বাতাস কিছুক্ষণ পর পর দিকভ্রান্ত হয়ে চারদিক থেকে হীমেল পরশ নিয়ে সেনাবাহিনীর মত জনজীবনে ঝাপিয়ে পড়ছে। কাঁপতে কাঁপতে আমান নিজের মেসে ঢুকে। এতো উপরে বাতাসের আক্রমন হাড়েও কাঁপন ধরিয়ে দেয়।
মনের ভেতরটা বাইরের শীতল পরিবেশ থেকে আরো হীম হয়ে আছে। মাটি ছেড়ে কংক্রিট জীবনে অভ্যস্ত হয়েও মায়ের দিকে, নাড়ির দিকে একটা আকর্ষণ সব সময়ে অনুভব করে সে। তাই না পেয়েছে নগর না পেয়েছে মাটি। এক দোআঁশলা জীবনের অধিকারী হয়েছে। জীবন নদীর শীর্ণ দু’কূল!
জীবনে মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। বেঁচে থাকাও একটা আশা। আবার আশায় আশায় বাঁচা। দুইয়ে পার্থক্য কতটুকু?
জীবনের নদীটি শীর্ণ হলেও কিছুটা প্রবাহ এখনো রয়েছে। নইলে জীবন থেমে যেত- মানুষ বেঁচেই না থাকলে সুখ-দু:খ অনুভব করবে কিভাবে? তাই জীবন নদীর এক পাড়ে আমান..অন্য পাড়ে না পাওয়া জীবনের হাতছানি।
এপারে বসে আমান হৃদয়ের খেরো খাতা থেকে আশার লিস্টের পাতাগুলি একে একে ছুড়ে ফেলে.. উড়ে উড়ে আশা জলে পড়ে.. ক্ষীণ প্রবাহ ধীরে ধীরে বেড়ে ওঠে। এক একটি আশার মৃত্যু জীবন নদীতে জোয়ার এনে দেয়.. জীবনের বিস্তার ঘটে।
সব পাতাগুলি উড়ে যেতে যেতে একটি পাতা অবশিষ্ট থেকে যায়। একে কোনোভাবেই ছেড়া যায় না। নাকি আমান ছিড়তে চায় না? তাই জীবন নদীতে পুর্ণ জোয়ার আসে না। ওপারে যাওয়াও হয় না।
– কি হবে ওপারে গিয়ে? ওখানে কি পারু থাকে?
সেই একটি পাতায় কি রয়েছে আমান তা কখনো কাউকে বলে না! কিন্তু পৃথিবীর একজন বাদে আর সবাই কিভাবে যেন তা জেনে যায়।
শুধু পারু জানে না!
loading...
loading...
'জীবনে মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। বেঁচে থাকাও একটা আশা। আবার আশায় আশায় বাঁচা। দুইয়ে পার্থক্য কতটুকু !!' ___ বস্তুত আমার কাছে তেমন পার্থক্য মনে হয় না।
শুভ সকাল মি. মামুন।
loading...
ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা রইলো…
loading...
খানিক বিরতির পর আপনার গল্প পড়লাম মহ. আল মামুন ভাই।
loading...
ধন্যবাদ প্রিয় কবিদা'। আপনার অনুভূতি জেনে ভালো লাগলো। শুভেচ্ছা…

loading...
অণুগল্পটি আমার কাছে বেশ লেগেছে গল্প দা।
loading...
অণুগল্পটি পড়ে আপনার অনুভূতি রেখে যাবার শুভেচ্ছা রইলো রিয়া দিদি। ভালো থাকুন সবসময়।

loading...