আমার ইশ্বর আমাকে বিবর্ণ করে পাঠিয়েছেন। পরবর্তীতে নিজেও নিজের রঙ হারালাম নিজের প্রতি সুতীব্র অভিমানে। থাক, সে কথা আলোচনার প্রয়োজন দেখি না কোনো।
এজন্যই রঙ এর প্রতি তীব্র আকর্ষণ আমার! বর্ণীল হতে চায় মন। তার উপর আমি কালার-ব্লাইন্ড। দেখুন তো
ইশ্বরের কাছে রঙ চাইলাম। তিনি দিলেন। মনে আমার। মনে মনে রংগীণ হয়ে উঠতে লাগলাম।
একই সময়ে, আমাকে এক গোলামের জীবনও দিয়েছিলেন তিনি। সপ্তাহে প্যারোলে একদিনের মুক্তির ব্যবস্থা করলেন। তাতেই আমি সন্তুষ্ট রইলাম। নিজের জন্য আর কিছু চাইলাম না তার কাছে। অন্যদের চাওয়া পূরণে ব্যস্ত রইলাম।
তখন রঙ আসা শুরু করল, আমার ভিতরে-বাহিরে! সর্বত্র.. ধীরে ধীরে। আমি জেলখানায় আমার ডেস্কে বসে থেকেই আকাশ দেখি। পেজা তুলার মত মেঘ দেখি আমার রিভলবিং চেয়ারে হেলান দিয়ে। রিল্যাক্স করে করে, রঙ দেখি আমি। আমাকে দেখান তিনি।
কাউকেই নিরাশ করেন না তিনি।
একই সময়ে, ইটপাথরের কংক্রিট বিষন্ন নগরের এক চিলতে আকাশ, উঁকি মেরে দেখে যায় আমি ঠিক আছি কিনা। আমার ইশ্বর দেখতে পাঠান। আমি অনুভব করি। ঐ মুহুর্তে তিনি রঙ হয়ে আমাকে ছুঁয়ে থাকেন। তাও অনুভব করি আমি…
মাঝে মাঝে ঈদ পুজো-পার্বণে আমার জন্য স্পেশাল প্যারোলের ব্যবস্থা করা হয়। তখনও আমি রঙ এর সন্ধানে এদিক সেদিক, বিভিন্ন দিকে ঘুরপাক খাই। প্রকৃতির রঙ এর সাথে মিশে যাবার অনুশীলন হয় এই সময়ে আমার। আমি অভিজ্ঞ হই। ‘তিনি’ এগুলি সব আমার জন্য করান।
সব সময় একা তিনিই সাথে থাকেন আমার।
একসময়, ক্রমশঃ সময় শেষ হয়ে আসতে থাকে.. বাজে বিচ্ছেদের সুর। আবার ফিরে যাওয়া। কংক্রিট বিষন্নতার ধারে চিরে ফালাফালা হবার অনুভূতি অনুভবে অপেক্ষা করে। এক্সিকিউট হবার অপেক্ষায় উত্তেজনাকর মুহুর্ত কাটে, চরম নির্লীপ্ততায়। তবুও কোথায় যেন খারাপ লাগাটা থেকেই যায়
তারপরও..বড্ড কষ্ট লাগে, মাঝে মাঝে। এই জীবন অসহ্য মনে হয়। তখনই আমি মনের রঙসাগরে ডুব দেই।
শান্তি পাই?
জানি না।
তবে রঙ দেখি.. অনুভবে কল্পনায়। প্রখর দিব্যজ্ঞানে.. শরীরের প্রতিটি অণুতে অণুতে পশমে পশমে! তিনি রঙ এর সাথে থাকেন। আমিও রঙ কে ঘিরে থাকি।
আমার উপর সন্তষ্ট হয়ে, আমার ইশ্বর- পরবর্তী সাপ্তাহিক প্যারোলগুলিতে, অসাধারণ কিছু বর্ণীল জায়গাগুলিতে আমার দুই বাবুর হাত ধরে, ইচ্ছেমত ঘুরে বেড়াবার অবাধ স্বাধীনতা দেন।
আমাকে আমার ইশ্বর অনেক ভালবাসেন! কারণ আমি তাকে একটু একটু অনুভব করতে শিখেছি
______________________________
#রঙ_আমি_এবং_আমার_ইশ্বর_অণুগল্প_৪৯১
loading...
loading...
আমাকে আমার ইশ্বর অনেক ভালবাসেন!
কারণ আমি তাকে একটু একটু অনুভব করতে শিখেছি।
___ ঈশ্বর আমাদের সবাইকে ভালো রাখুন। মঙ্গলে রাখুন।
loading...
ধন্যবাদ ভাইয়া।
আমার স্রস্টার সাথে বর্তমানে আমার সব থেকে কাছের সম্পর্ক। আমি তাকে একটু একটু ভালোবাসতে শিখেছি। তাঁর সাথে আমার ভয়ের না, ভালোবাসার সম্পর্ক।
আমার সুন্দরী বড় বাবুটা এবং ওর মায়ের জন্য দোয়া করেন। এই মুহুর্তে আমার এইটুকুই চাওয়া।
শুভেচ্ছা…

loading...
অসাধারণ হয়েছে গল্প দা মামুন। গল্পের রাজা বললেও ভুল হবে না।
loading...
আপনার অনুভব সব সময়েই আমার অণুপ্রেরণা জানবেন।
ধন্যবাদ।
আমার বড় বাবুটা এবং আমার পারু (বউ) – এই দু'জনের জন্য বিশেষভাবে দোয়া করবেন।
loading...
মুগ্ধ হলাম মহ. আল মামুন ভাই।
loading...
আপনার মুগ্ধতা আমার জন্য সবসময়েই প্রেরণা জানবেন, প্রিয় সৌমিত্র দাদা।
ধন্যবাদ।
আমাদের জন্য দোয়া করবেন।

loading...
* লেখকের জন্য শুভ কামনা নিরন্তর…
loading...
ধন্যবাদ প্রিয় ভাই।
দোয়া করবেন আমাদের জন্য।
ভালো থাকুন সবাইকে নিয়ে।
loading...