এখনো ভুলিনি তোমায়: মামুনের কবিতা

প্রকৃতিগত ভাবে যে মেয়েরা ছেলেদেরকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিরন্তর কষ্ট দেয়, কবিতাটি সেই মেয়েদেরকে উৎসর্গ করলাম।
______________________________________________

সমুদ্র আকাশের অশ্রুজল
সমুদ্র কি আমার চেনা পৃথিবীর শেষ প্রান্ত ও নয়?
যদি এমন হয়
আমি পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি-
উপরে নির্ভার নীলাকাশ নিচে আমি
আরো একবার ভিজতে চাইবো আমি সেই অশ্রুজলে।
হৃদয়ের পরতে পরতে জমে থাকা আমার দুঃখগুলি
সেই জলে ধুয়ে ধুয়ে সুখ হতে থাকবে।
.

পাহাড় পৃথিবীর পেরেক কিংবা ভারসাম্য রক্ষাকারী
পাহাড় কি আমার চেনা ভূ-খণ্ডের সর্বোচ্চ স্থান ও নয়?
যদি এমন হয়
আমি পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়ানো-
অনেক নিচে নীলসাগর আর উপরে দুরন্ত মেঘমালা
মেঘমালাদের দুরন্তপনায় মাথার চুল আমার এলোমেলো!
অবশিষ্ট দুঃখগুলো এখানে এসে হারিয়ে যাক অবশেষে
কষ্টেরা হারাক আকাশের নীলে বাতাসে ভেসে ভেসে।
.

নদীর কাছে গেলে আমার নারীর কথা মনে হয়
দু’জনেই আজন্ম মেঘবতী আর নতজানু!
আসলেই কি তারা নয়?
যদি এমন হয়
কোনো এক মধ্যরাতে মাঝ নদীতে ভেসে যাচ্ছি আমি জোৎস্নায় ভিজে ভিজে-
চাঁদেরকণায় ছুঁয়ে যাওয়া রুপালী স্রোত
আমার অণুকষ্টগুলিকে নি:শেষ করে টেনে চলে মোহনার পানে ধেয়ে।
.

আমি যখন আমার সব দুঃখ-কষ্টগুলি
সমুদ্র পাহাড় আর নদীর কাছে বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে ফিরে আসি
তখন আমার তোমার কথা মনে পড়ে!
ছুটে আসি আমি তোমার কাছে
দুঃখশূণ্য হৃদয় নিয়ে অনুভূতিহীন নির্বাক
তাই বলা ও হয়না আমার মনের কথা তোমাকে।
.

‘জানো কি মেয়ে? অনেক অনেক ভালবাসি তোমায়!’
তুমি তখন আমার পানে চেয়ে
বললে হেসে আরেকটু পাশ ঘেষে,
‘এত সুখ ভাল লাগছে না আর আমার
পারোতো কষ্টগুলোকে ফিরিয়ে আনো আবার।’
.

আবারো সেই ক্লান্তিকর পদযাত্রা আমার
নদীর জলে ভেসে ভেসে আবারো পাহাড়চূড়ায় আরোহন
আরো একবার সেই সমুদ্রপাড়ে দাঁড়িয়ে পৃথিবীর শেষ প্রান্তের যুবক হওয়া!
কুহকী প্রহর জুড়ে থাকা শূন্যতায় ডুবে ডুবে যাই আমি
আকাশের নীল থেকে আমার কষ্টগুলিকে ফিরিয়ে আনতে আরো একবার হই মেঘবালক!
.

প্রথম দফায় ব্যর্থ হই আমি..
কষ্টগুলি একবার হারালে কেন জানি ফিরতে চায় না আর
ঠিক তোমারই মতন!
অবশেষে হেসে হেসে
দুঃখ-কষ্টের পাহাড় নিয়ে আমি ফিরে আসি যখন লোকালয়ে
শুনি তখন আর তুমি নেই আমার
অন্য কারও হাত ধরে নাকি সুখ খুঁজতে বেরিয়েছ!
.

এমন কেন তুমি!?
.

এখনো আমি পৃথিবীর শেষ প্রান্তের যুবক হই
এখনো পাহাড়চূড়ার দুরন্ত মেঘমালারা আমার চুলকে এলোমেলো করে যায় পরম মমতায়!
মধ্যরাতের নদীর শব্দে ভেসে যায় আমার হৃদয়ের হাহাকার
এখনো প্রতিটি জায়গায় গিয়ে আমি তোমাকেই খুঁজি মেয়ে
চীৎকার করে করে বলি, ‘মেয়ে! এখনো ভালবাসি তোমায়!’
.

তুমি কি শুনতে পাও?
.

উল্লাসমুখর আরো একটি সন্ধ্যা তোমার সাথে কাটাবো বলেই
এখনো ঘুরে বেড়াই পাহাড় সমুদ্র আর নদীর মাঝে..
.

সমুদ্র পাহাড় আর নদী
এখনো আমাকে তোমার কথাই মনে করিয়ে দেয়।।
_____________________________________

#এখনো_ভুলিনি_তোমায়_মামুনের_কবিতা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১২-০৬-২০১৮ | ৮:৫৩ |

    সেই সব মেয়েদের জন্য। অসম্ভব আন্তরিকতায় কথা গুলোন সাজিয়েছেন কবিতায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • মামুন : ১৩-০৬-২০১৮ | ৩:০৩ |

      জি ভাইয়া, সেই সব মেয়েদের অন্তত জানা উচিৎ।

       

      ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

       

      GD Star Rating
      loading...
  2. একজন নিশাদ : ১২-০৬-২০১৮ | ১০:৫৩ |

    সবগুলো পড়লাম, আজকাল পড়া হয় না, পড়ে বেশ ভালই লাগল।

    GD Star Rating
    loading...
    • মামুন : ১৩-০৬-২০১৮ | ৩:০৪ |

      আমার ব্লগে এসে, পড়ে, আপনার সুন্দর অনুভূতি জানানোর জন্য ধন্যবাদ।

      শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ১২-০৬-২০১৮ | ১৯:২৩ |

    খুবই সুন্দর সাজিয়েছেন লেখা প্রিয় গল্প দা। 

    GD Star Rating
    loading...
    • মামুন : ১৩-০৬-২০১৮ | ৩:০৫ |

      হুটহাট করে কখনো কখনো এমন লেখা এসে যায় কীভাবে যেন, ধন্যবাদ রিয়া দিদি।

      শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...