মাত্র তিনটি লাইনেও একটা গল্প লেখা যায়! এদেশে আমিই প্রথম এই ধারার অণুগল্প লেখার প্রচলন করেছি। আমার নিজেরও প্রায় শ’খানিক এমন লেখা অণুগল্প রয়েছে। এটা এমন কিছু নয়, তবে এরকম তিন লাইনের একটা অণুগল্পকে আমি মাত্র তিন দিনে ৬ ফর্মার (৯৬ পৃষ্ঠার) একটা উপন্যাসে রুপ দিয়েও দেখিয়েছিলাম। ‘ঘুংগ্রু আর মেংগ্রু’ নামের আমার এই উপন্যাসটি অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ তে জলছবি বাতায়ন থেকে বের হয়েছিলো। এটাও মাত্র তিন লাইনের একটা অণুগল্প ছিলো।
.
যাইহোক, তখন আমার লেখক জীবনের ‘স্বর্ণকাল’ ছিলো বলেই পেরেছিলাম। তখন লেখালেখিই ছিলো আমার একমাত্র ধ্যান-জ্ঞান। এরপর আরো একটি তিন লাইনের অণুগল্পকে উপন্যাসে রুপ দেবার কাজ শুরু করেছিলাম ‘প্রথমা’ নাম দিয়ে। কিন্তু এর মাঝে আমাদের আব্বাজান মারা গেলেন, তাই আর ওটা করা সম্ভব হলো না। আরো একটা কারণ ছিলো, যেটা হয়তো কখনো আমার ব্যক্তিগত স্ট্যাটাসে জানাবো।
.
তবে আজ সেই ‘প্রথমা’ নামের তিন লাইনের অণুগল্পটি আবারো শেয়ার করছিঃ-
_______________________________________________________
প্রতি রাতে আমি তাঁর বুকের কালো তিলটি দেখতে চাইতাম, কোনো এক কুক্ষণে যা দেখেছিলাম ওর অগোচরে। কিন্তু কোমলে-কঠোরে মেশানো দু’টি মায়াবী চোখ আমাকে শাসিয়ে যেতো নিরবে।
সেই থেকে ভিতরের পশুটার সাথে বাইরের মানুষটার এক অলিখিত দ্বন্দ্ব.. চলে অনুভবের ভাঙ্গাচুরা.. ভালোবাসার টানাপড়েন।।
#প্রথমা_মামুনের_অণুগল্প
loading...
loading...
তিন লাইনের অণুগল্প এককথায় অসাধারণ এবং অনন্য সৃষ্টি। অভিনন্দন মি. মামুন।
loading...
অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা এবং ভালোবাসা…

loading...
অনবদ্য আর দূর্দান্ত লেখনী। শুভেচ্ছা গল্প দা।
loading...
আপনার অনুভূতি আমার জন্য প্রেরণাদায়ক দিদি
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা…
loading...
আপনি চমৎকার লেখেন মামুনভাই। কিন্তু দোষও আছে। খুব সেনসিটিভ। অল্পতেই রাগ বা অভিমান করেন। কেন?

loading...