তোমায় যখন বলি শুভসকাল
ঝলমলে হয়ে যায় দিন আমার
তুমিময় সারাবেলা!
তুমি কবিতার সেই স্তবকের মত
ছন্দবিহীন হয়ে ও ছান্দসিক
হেলাফেলায় মায়ার খেলা।
তোমায় না ভাবলে
নি:শ্বাসগুলো নেতিয়ে পড়া পুঁই লতা
লজ্জাবতীদের নেতিয়ে পড়তে দেখেছ কখনো?
আপাদমস্তক লজ্জার ঘোমটায় ঢাকা
এক নির্লজ্জ ঢঙয়ের লাজুক প্রতিচ্ছবি যেন!
তোমায় ছুঁয়ে দিলে ও কি এমনি নুয়ে পড়বে?
পারবে কি অনুভব করাতে আমায়
পুঁই লজ্জাবতীদের লজ্জায় নুয়ে পড়াটা!
মাঝে মাঝে ভাবি নিজে লজ্জাবান হই
এক আকাশ লজ্জায় লজ্জায় হৃদয়গুলোকে নাজুক করে তুলি!
কখনো মনে হয় তুমি লজ্জাবতী হও-
আমি বাতাস হয়ে তোমায় ইচ্ছেমত ছুঁয়ে যাই
লজ্জারা মিছিল করে এসে ভীড় করুক তোমাতে
সাত রঙে রঙিন হও।
চিন্তাভাবনাকে দাও ছুটি
চলো লজ্জাবতী হও!
তোমাতে বয়ে যাওয়া আমি এক মাতাল সমীর
দিকভ্রান্ত এক নাবিক
যে হারিয়েছে দিশা পথের শেষে।
বলো কি হতে চাও!
যাও লজ্জাবতী হও..
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
"কখনো মনে হয় তুমি লজ্জাবতী হও-
আমি বাতাস হয়ে তোমায় ইচ্ছেমত ছুঁয়ে যাই
লজ্জারা মিছিল করে এসে ভীড় করুক তোমাতে
সাত রঙে রঙিন হও।"
loading...
ধন্যবাদ মিতা।
loading...
গল্প অণুগল্পের বাইরেও আপনার ভিন্ন স্বত্তার পরিচায়ক হচ্ছে কবিতার এই চর্চা। যখন যেভাবেই সাহিত্যের মূলধারায় আপনার হাত পড়ে … আমার দৃষ্টিতে সার্থক হয়।
অভিনন্দন মি. মামুন। শুভ সকাল।
loading...
ধন্যবাদ ভাইয়া।
আপনার অণুপ্রেরণা লেখায় অনেক উৎসাহ দিয়ে যায়।
শুভেচ্ছা…
loading...
ধন্যবাদ।
loading...