অবশেষে ৪০০তম অণুগল্পটিও লেখা হলো। আরো ৬০০ অণুগল্প লেখা বাকী এখনো…
_________________________________________
চলার নামই জীবন। জীবন সুখ-দু:খের মহাসম্মেলন। প্রত্যেকেরই যার যার নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে এ ব্যাপারে। প্রাপ্তির নিরিখে এই দেখার ভিন্নতা এবং বিচিত্রতা।
জীবনের এই পর্যায়ে এসে শায়লা নিজেকে এক বিরান মরুভূমিতে আবিষ্কার করে। যেখানে সুখগুলি সাদা মেঘ হয়ে ওকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। দু:খগুলি ধুয়ে ধুয়ে সুখ হবে সেই আশায়, বিস্তীর্ণ প্রান্তর পাড়ি দিয়েছে নিজের মতো করে এতদিন।
তবে সেই পথ কুসুমাস্তীর্ণ ছিলো না। অধিকাংশ পথই ছিলো কন্টকময়। কাছের সম্পর্কগুলি ফুল হয়ে যতটা কোমলতার পরশ দিয়েছে, কাটার তীক্ষ্ণতর আঘাত ছিলো তার চেয়েও বেশী! তবুও মানিয়ে চলার চেষ্টা ছিলো শেষ সময় পর্যন্ত। তারপরও..
একজন মানুষের সহ্যক্ষমতারও একটা নির্দিষ্ট সীমা আছে। সেই সীমা পার হওয়াতে সব সম্পর্ক ছিন্ন করে, নিজের একাকীত্ব কে সংগী করে ফিরে চলেছে সে। স্বামী-সংসার, সেই সাংসারিক জীবনে ভূমিকা রাখা প্রিয় মানুষটির আরো কিছু প্রিয়জনদের কিছু অপ্রিয় কর্মকান্ডের কারণে, জীবন নিক্তিতে সুখের পরিমাপটুকু আর করা হলো না। মেঘগুলি বরষা হয়ে দু:খগুলিকে ধুয়ে ধুয়ে সুখেরকাঁটাও যদি করতে পারতো!
সুখের এক চতুর্থাংশও যদি পেতো এক জীবনে! জীবন কতটুকু আর? এমন কেনো জীবন?
loading...
loading...
'সুখের এক চতুর্থাংশও যদি পেতো এক জীবনে! জীবন কতটুকু আর? এমন কেনো জীবন?' ___ জীবনের এই এক কঠিন প্রশ্নের কোন উত্তর কখনো আসেনা।
কেবলই অপেক্ষা।
৪০০তম অণুগল্পের অভিনন্দন। এবং ৬০০তম অধ্যায়ের অপেক্ষা রাখলাম মি. মামুন।
loading...
অনেক ধন্যবাদ ভাইয়া।
loading...
টাইম মেশিং একখনো আবিস্কার হয়নি বলেই স্মৃতিরা আজো কাঁদায়
জীবন মানেই তো জীবন জাপন খেলা।
শুভকামনা থাকলো
loading...
অনেক ধন্যবাদ।
শুভকামনা আপনার জন্যও।
loading...