সেদিন_ছিলো_রবিবার

সেদিন_ছিলো_রবিবার

আজ রবিবার,
মেঘবালিকাদের মন কেন জানি বেজায় ভারী!
বিদ্যুৎ মিত্রের চোখ রাঙ্গানি আর জোর ধমকেই
ওরা একটানা কেঁদেই চলে।

আমি তখন আমার ঘরে,
মহাদেব সাহাকে নিয়ে ভী…ষ…ণ মগ্ন!
কোনো এক ফাঁকে কবিতার জানালা গলে
ভরা পূর্ণিমায় বেড়িয়ে পড়ি,
রুপালী নরম আলোয় ভিজে ভিজে
পথ হেঁটে চলি এক বিষণ্ন তটরেখা ধরে।
সেখানে প্রচন্ড বাতাস আর ঊর্মীদের কানাকানি
রাতের নির্জনতাকে আরো গভীর করে তোলে।

এক নিষিদ্ধ প্রণয়ে প্রলুব্ধ হয়ে আমি
ধীরে ধীরে তোমার কাছাকাছি!
তুমি তখন সাগরের বুকে একচিলতে পাথরে বসা এক সাগরকন্যা!
বসেছিলে আমার দিকে পীঠ ফিরিয়ে
মায়াবী আলোর রূপালী স্রোতে
তোমার এলোচুল আরো চকচকে কালো!
কয়েকটি ঝাউ গাছের আড়াল হতে দেখি
সাদা শাড়ীতে শ্বেত শুভ্রতায় জ্বলে ওঠা তোমায়!

নিঃশব্দেরও কি আওয়াজ থাকে?
তোমার কাছে যাবার আগেই তবে কিভাবে ফিরে তাকালে?
তোমার কামনা মদির চোখের সাহারার তপ্ততায়
আমি রওয়ানা হই পারদের উর্ধমুখী ভ্রমনে।
আমার ইচ্ছেগুলো ক্রমশঃ লাল, নীল আর হলুদ হতে হতে
বিবর্ণ ছেড়া পালকের মত উড়ে বেড়ায় তোমায় ঘিরে ঘিরে।

সেদিনও ছিল রবিবার!
আমার সেই ইচ্ছেগুলোকে লাল, নীল আর হলুদ
কাগজের নৌকা বানিয়ে ভাসিয়েছিলে লোনাজলে।
আমি তখন তোমার পাশাপাশি
নিঃশ্বাস দূরত্বে থেকে তোমার শরীরের মাংসল ঘ্রাণে উদ্বেলিত!
ভালোবাসার লোনাজলে ডুবে যেতে দেখছি
এক একটি ইচ্ছের নৌকাকে।

রবিবারগুলো কেন এমন বিষণ্ন হয়?
সপ্তাহ থেকে ওদেরকে বাদ দিয়ে
নতুন একটি বারের সন্ধানে আবার ফিরে আসি
কবিতার জানালা গলে।
আমি আর মহাদেব সাহা-
আবারো ভী…ষ…ণ মগ্ন হই।
বাইরে তুমুল বৃষ্টি!
মেঘবালিকাদের হৃদয়েও হয়ত এমন কোনো রবিবার থাকে!!

#সেদিন_ছিলো_রবিবার

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৪-০৮-২০১৭ | ১৫:০৯ |

    আপনার কলম থেকে যেটাই উৎসারিত হয় তাতেই যেন সার্থকতা ফলে।
    অসাধারণ লিখন উপহার এই লিখাটি। অভিনন্দন মি. মামুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...