সমুদ্র আকাশের অশ্রুজল
সমুদ্র কি আমার চেনা পৃথিবীর শেষ প্রান্ত ও নয়?
যদি এমন হয়
আমি পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি-
উপরে নির্ভার নীলাকাশ নিচে আমি
আরো একবার ভিজতে চাইবো আমি সেই অশ্রুজলে।
হৃদয়ের পরতে পরতে জমে থাকা আমার দু:খগুলি
সেই জলে ধুয়ে ধুয়ে সুখ হতে থাকবে।
পাহাড় পৃথিবীর পেরেক কিংবা ভারসাম্য রক্ষাকারী
পাহাড় কি আমার চেনা ভূ-খন্ডের সর্বোচ্চ স্থান ও নয়?
যদি এমন হয়
আমি পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়ানো-
অনেক নিচে নীলসাগর আর উপরে দুরন্ত মেঘমালা
মেঘমালাদের দুরন্তপনায় মাথার চুল আমার এলোমেলো!
অবশিষ্ট দু:খগুলো এখানে এসে হারিয়ে যাক অবশেষে
কষ্টেরা হারাক আকাশের নীলে বাতাসে ভেসে ভেসে।
নদীর কাছে গেলে আমার নারীর কথা মনে হয়
দু’জনেই আজন্ম মেঘবতী আর নতজানু! জল থেকে জলে..
আসলেই কি তারা নয়?
যদি এমন হয়
কোনো এক মধ্যরাতে মাঝ নদীতে ভেসে যাচ্ছি আমি জোছনায় ভিজে ভিজে-
চাঁদেরকণায় ছুঁয়ে যাওয়া রুপালী স্রোত
আমার অণুকষ্টগুলিকে নি:শেষ করে টেনে চলে মোহনার পানে ধেয়ে।
আমি যখন আমার সব দু:খ-কষ্টগুলি
সমুদ্র পাহাড় আর নদীর কাছে বিলিয়ে দিয়ে নি:স্ব হয়ে ফিরে আসি
তখন আমার তোমার কথা মনে পড়ে!
ছুটে আসি আমি তোমার কাছে
দু:খ শূণ্য হৃদয় নিয়ে অনুভূতিহীন নির্বাক
তাই বলা ও হয়না আমার মনের কথা তোমাকে
‘জানো কি মেয়ে? অনেক অনেক ভালবাসি তোমায়!’
তুমি তখন আমার পানে চেয়ে
বললে হেসে আরেকটু পাশ ঘেষে
‘এত সুখ ভাল লাগছে না আর আমার
পারোতো কষ্টগুলোকে ফিরিয়ে আনো আবার।’
আবারো সেই ক্লান্তিকর পদযাত্রা আমার
নদীর জলে ভেসে ভেসে আবারো পাহাড়চূড়ায় আরোহন
আরো একবার সেই সমুদ্রপাড়ে দাঁড়িয়ে পৃথিবীর শেষ প্রান্তের যুবক হওয়া আমার!
কুহকী প্রহর জুড়ে থাকা শূণ্যতায় ডুবে ডুবে যাই আমি
আকাশের নীল থেকে আমার কষ্টগুলিকে ফিরিয়ে আনতে আরো একবার মেঘবালক হই!
প্রথম দফায় ব্যর্থ হই আমি..
কষ্টগুলি একবার হারালে কেন জানি ফিরতে চায় না আর
ঠিক তোমারই মতন!
অবশেষে হেসে হেসে
দু:খ-কষ্টের পাহাড় নিয়ে আমি ফিরে আসি যখন লোকালয়ে
শুনি তখন আর তুমি নেই আমার
অন্য কারও হাত ধরে নাকি সুখ খুঁজতে বেরিয়েছ!
এমন কেন তুমি!?
এখনো আমি পৃথিবীর শেষ প্রান্তের যুবক হই
এখনো পাহাড়চূড়ার দুরন্ত মেঘমালারা আমার চুলকে এলোমেলো করে যায় পরম মমতায়
মধ্যরাতের নদীর শব্দে ভেসে যায় আমার হৃদয়ের হাহাকার।
এখনো প্রতিটি জায়গায় গিয়ে আমি তোমাকেই খুঁজি মেয়ে
চীতকার করে করে বলি, ‘মেয়ে! এখনো ভালবাসি তোমায়!’
মেয়ে! তুমি কি শুনতে পাও?
উল্লাসমূখর আরো একটি সন্ধ্যা তোমার সাথে কাটাবো বলেই
এখনো ঘুরে বেড়াই পাহাড় সমুদ্র আর নদীর মাঝে..
সমুদ্র পাহাড় আর নদী
এখনো আমাকে তোমার কথাই মনে করিয়ে দেয়।।
loading...
loading...
মেয়ে! তুমি কি শুনতে পাও?
উল্লাসমূখর আরো একটি সন্ধ্যা তোমার সাথে কাটাবো বলেই
এখনো ঘুরে বেড়াই পাহাড় সমুদ্র আর নদীর মাঝে.
অসাধারণ লেখেছেন মামুন দা—
loading...
আপনার সুন্দর অনুভূতি আমাকে অনেক প্রেরণা দিলো ভাই।
অনেক ভালো থাকুন।
loading...
পড়লাম মি. মামুন। সাধারণত বড় পরিসরের এমন লিখায় রূপক বা শব্দের দুর্বোধ্য ব্যবহার পাঠককে ক্লান্ত করে তুলতে পারে। কিন্তু এই লিখায় আমার ক্লান্তি এলো না।
সুন্দর। অনেক সুন্দর।
loading...
অনেক প্রেরণা পেলাম, লেখার ইচ্ছে আরো জোরদার হলো।
এই কবিতাটির একটি ভিডিও করছি- আবৃত্তি সহ। ফেবুতে পোষ্ট করে আপনাকে ট্যাগ করবো প্রিয় ভাইয়া।
অনেক ভালো থাকুন।
loading...
চাঁদেরকণায় ছুঁয়ে যাওয়া রুপালী স্রোত
আমার অণুকষ্টগুলিকে নি:শেষ করে টেনে চলে মোহনার পানে ধেয়ে।
* মামুন ভাই, অসাধারণ…
loading...
অনেক ধন্যবাদ প্রিয় ভাই।

লেখায় প্রেরণা হলো আপনার সুন্দর অনুভব
loading...
অনেক ভালো লাগা রইলো মিতা।

loading...
আপনার এই ফুলেল শুভেচ্ছার ভিতরের আদর এবং ভালোবাসাটুকু বুঝে এলো মিতা! অনেক ভালো থাকুন।

loading...
পড়লাম বেশা ভালো লাগলো…..
loading...
ধন্যবাদ আপনার ভালোলাগা জানিয়ে যাবার জন্য।
loading...
শুভেচ্ছা নিন কবি….কবিতাটি পড়লাম। ভালোই লাগলো….
loading...
ধন্যবাদ আপনাকে। ভালো লাগা জানিয়ে যাবার শুভেচ্ছা গ্রহন করুন।
loading...
ব্যস্ত থাকার কারণে দিনে পড়তে পারলাম না।
অবশেষে গভীর রাতে পড়ে ফেললাম।
অসাধারণ লিখনী।
ভালোবাসা নিবেন।
শুভরাত্রি
loading...
ধন্যবাদ কবি।
ভালো থাকুন সবসময়।
loading...