তারা গুনি আকাশে আকাশে ...

বন্ধুরা! কেমন আছিস সবাই?
এখনো কি ক্ষ্যাপা চত্বরে আড্ডা দিস
শহীদুলের চা’র দোকানে
নেড়ে শফিক কি সেই আগের মতই উচ্ছল-
ছল ছল নদীর মত এখনো কি বয়ে চলে সে
হৃদয় থেকে হৃদয়ে..সারাটাক্ষণ?

আকাশের বিদেশ যাবার কি হলো
জানাস তো
পপির সাথে ওর কি এখনো যুদ্ধ চলে
সম্পর্কটা কি টিকে আছে ওদের?

বাতেন স্যার এখন কেমন আছেন রে
আগের মতন এখনো কি কবিতা লেখেন?
একটা বই বের করতে চেয়েছিলেন..

আচ্ছা বলতো, আমরা এতগুলি ছাত্র থাকতে
স্যারের এই ইচ্ছেটা পূর্ণ হল না কেন?
তোরা না জানালে ও
খবর রেখেছিলাম আমি.. একজন ফোনে জানিয়েছিল আমায়
সেই রাতে স্যারের মৃত্যু সংবাদ পেয়ে অনেক কেঁদেছিলাম!

আমাদের মত এমন কুলাংগার ছাত্র স্যার রেখে গেলেন কেন বলতে পারিস?

সেই হোটেল আল সালাদিয়া’র কথা মনে পড়ে
গলার কাছে কিছু একটা আটকে আসে আমার
ওটার ভেংগে পড়ার আর কত দেরী জানাস তো।
অনেক স্মৃতি আছে আমাদের ওটাকে ঘিরে
ওর ভগ্নপ্রায় প্রতিটি ইটের বুকে জমে থাকা
আমাদের বেকার জীবনের কষ্টকর মুহুর্তগুলিকে
ছুঁয়ে আসতে ইচ্ছে করে এখনো!
আমাদের কষ্টগুলি মুখ থুবরে পড়ত ওর বুকে
আমাদের আশ্রয় দিয়েছিল ভবনটি পরম মমতায়।
তোরা কি কখনও কখনও যাস ওখানে
আড্ডা জমাস এখনো!
এখনও কি সেই আগের মত.. সব চলে?

আমাদের ইরফান গার্মেন্টস মালিক হয়েছে শুনেছিস বোধহয়
একবার বিপদে পড়ে গিয়েছিলাম চাকরি চাইতে
আমাকে সমাদর করেছিল বেশ
লাল চা খাইয়ে অনেক কথা বার্তা ও বলেছিল।
ওদের পিওন ছেলেটা অসাধারণ চা বানায়!

চাকরিটা হয় নাই আমার
সিভিটা হয়ত পড়েছিল ওর ওয়েস্টবিনের তলায় অবহেলায়..
কণার সাথে সম্পর্কটা ও তাই পোক্ত হলনা আর।

খালেককে শেষবার দেখেছিলাম বাজারের ফুটপাথে
ওর সব্জির দোকানে সে বসে আছে
দাড়ি রেখেছে তাই প্রথমটায় চিনতে পারিনি আমি-
শেষে যখন হাসল
চিনলাম আমি তাকে
ঐ হাসি কি ভুলা যায়?

এই, তোরা কি এখনও প্রাণ খুলে হাসিস!
আমি পারি না..
আমার আকাশ জুড়ে এখন বেদনার নীল
তীব্র ইলেক্ট্রিক ব্লু আমার চারপাশে..

কাছের মানুষেরা সবাই চাদা তুলে এই দূর পরবাসে পাঠিয়েছে আমায়
শেষ সময়ে আমাকে বাঁচিয়ে রাখতে কত মরীয়া তারা এখন!
অথচ সবাই মিলে সম্পর্কের সূচনাতে যদি একটু আধটু করত..

আচ্ছা বলতে পারিস
সম্পর্কগুলি কেন এভাবে দু:স্বপ্ন মাঝে বিলীন হয়ে আবারো কাছে আসতে চায়?

আমার বেড জুড়ে নি:সীম নি:সংগতায় ছুঁয়ে থাকি আমি একা
ভুল বললাম, একা নই-
আমি আর আমার দেহে বাসা বানানো সেই ব্যাধি একসাথে পাশাপাশি
শেষ কথা বলে দিয়েছেন বিশেষজ্ঞরা..

জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমার পরিচিত আকাশ দেখতে পাই না
এখানে মানুষগুলি ও বড্ড অপরিচিত
কিছু-ই বুঝে আসে না আমার
আমি আমার দেশের একচিলতে আকাশ দেখতে চাই
মার্কেটের ছাদের আড্ডার ঘনিষ্ট মুহুর্তগুলি উপভোগ করতে চাই!

স্কুল মাঠে পড়ন্ত বিকেলে শওকত ভাইয়ের সাথে
এক ইটে ফুটবল খেলতে চাই
কলোনীর পানির ট্যাংকের নিচে বসে থাকা
কিংবা শ্মশান ঘাটে মধ্যরাতে গোল হয়ে বসে থাকার মুহুর্তগুলি এখনো ডাকে আমায়!

আমি আসতে চাই
ফিরতে গিয়েও পদে পদে বাধা পাই
সময়ের বড্ড অভাব এখন
তাই চাইলে ও ফিরতে পারিনা আমি Frown

আমার সময় কম
তাই আসতে পারলাম না আমি
একসাথে থাকিস সবাই
বন্ধুরা.. ভাল থাকিস
মনে রাখিস!!

#কাব্যগ্রন্থ: শেষ তৈলচিত্রFB_IMG_1484288000675

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৮ টি মন্তব্য (লেখকের ৯টি) | ৮ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৩-০১-২০১৭ | ১:০৭ |

    লিখাটি আবৃতি করার মতো করে বার কয়েক পড়লাম।
    যতবারই পড়লাম আমার কাছে অসাধারণ লেগেছে। গ্রেট জব মি. মামুন। Smile https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • মামুন : ১৩-০১-২০১৭ | ১২:৩৩ |

      ধন্যবাদ ভাইয়া।
      এই কবিতাটি আসিফ রেজওয়ান নামে এক ছোট ভাই আবৃত্তি করেছে। আমার টাইমলাইনে পোষ্ট ও করেছিলাম।

      এই কাব্যগ্রন্থটি আমি তাকে উতসর্গ করেছি।

      GD Star Rating
      loading...
    • মুরুব্বী : ১৩-০১-২০১৭ | ১৪:০১ |

      আমি শুনেছিলাম। চমৎকার। Smile

      GD Star Rating
      loading...
    • মামুন : ১৩-০১-২০১৭ | ২২:২৭ |

      কৃতজ্ঞ আমি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      GD Star Rating
      loading...
  2. মামুনুর রশিদ : ১৩-০১-২০১৭ | ৪:২৫ |

    “আচ্ছা বলতে পারিস
    সম্পর্কগুলি কেন এভাবে দুঃস্বপ্ন মাঝে বিলীন হয়ে আবারো কাছে আসতে চায়?”
    অসাধারণ হয়েছে মিতা! শুভেচ্ছা এবং ভালবাসা রইলো।

    GD Star Rating
    loading...
    • মামুন : ১৩-০১-২০১৭ | ১২:৩৫ |

      অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন মিতা।

      GD Star Rating
      loading...
  3. মোহাম্মদ আয়নাল হক : ১৩-০১-২০১৭ | ৭:০৮ |

    লিখাটি। সত্যিই খুব ভালো লাগল। প্রিয়কবি

    GD Star Rating
    loading...
    • মামুন : ১৩-০১-২০১৭ | ১২:৩৭ |

      ধন্যবাদ প্রিয় ভাই।

      GD Star Rating
      loading...
  4. একজন নিশাদ : ১৩-০১-২০১৭ | ১১:২৫ |

    এক নিশ্বাসে পড়ে নিলাম, ভাল লাগা জানবেন।

    GD Star Rating
    loading...
    • মামুন : ১৩-০১-২০১৭ | ১২:৩৯ |

      অনেক ভালো লাগলো জেনে।
      ভালো থাকুন ভাই।

      GD Star Rating
      loading...
  5. শামীম বখতিয়ার : ১৩-০১-২০১৭ | ১৪:২১ |

    সত্যিই অসাধারণ হয়েছে।
    প্রতিদিন গল্পের আড্ডায় আমরা অনেক কথা বলি
    অথচ প্রতিটি শব্দকে গুছিয়ে
    একটি সমৃদ্ধ সৃষ্টিতে রূপ দিয়েছেন।
    শুভকামনা আপনাকে।

    GD Star Rating
    loading...
    • মামুন : ১৩-০১-২০১৭ | ১৮:০৯ |

      আপনার সুন্দর অনুভূতি রেখে যাবার শুভেচ্ছা গ্রহন করুন।

      GD Star Rating
      loading...
  6. খেয়ালী মন : ১৩-০১-২০১৭ | ১৫:৩৬ |

    অনেক সুন্দর লেখা ভাই
    একটা গান সায়ানের মনে পরে গেল
    ” বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়” গতকালই আমারদের চ্যানেলে তার লাইভ গেলে।
    অসাধানন একটা ফিলিংস
    শুভকামনা থাকলো

    GD Star Rating
    loading...
    • মামুন : ১৩-০১-২০১৭ | ১৮:১১ |

      ধন্যবাদ ভাই।
      সায়ানের জন্য অনেক শুভকামনা রইলো

      GD Star Rating
      loading...
  7. জসীম উদ্দীন মুহম্মদ : ১৩-০১-২০১৭ | ১৯:৩৫ |

    অসাধারণ মামুন ভাই—–!!

    GD Star Rating
    loading...
    • মামুন : ১৩-০১-২০১৭ | ২২:২৮ |

      ধন্যবাদ প্রিয় ভাই।
      অনেক ভালো থাকুন।

      GD Star Rating
      loading...
  8. কাহাফ : ১৪-০১-২০১৭ | ৮:২২ |

    আপনার সব কিছুই ভাল লাগে আমার! অসম`ভব (বানান টা লিখতে পারছি না) ভাল!!
    এটা আরও ভাল লাগল মামুন ভাই!
    ধন্যবাদ – ভালবাসা এবং জাযাকাল`লাহু খাইর জানাই!
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • মামুন : ১৪-০১-২০১৭ | ১০:২২ |

      অনেকদিন পর ব্লগে আপনাকে পেলাম!!
      অবেক ভালো লাগছে আমারও প্রিয় ভাই।
      অনেক ভালো থাকুন।

      GD Star Rating
      loading...