কয়েকটি অণুগল্প ...


এক নারী তার কষ্ট গুলো শেয়ার করতে চাইলো এক মধ্যরাতে। যখন চারিধার নিশ্চুপ। নৈশব্দের তীব্র একাকীত্ব মাঝে নিজের দেহের উষ্ণতা ধার দিতে চাইলো সে।

আমি দুটার একটাও নিলাম না। শীতের রাতে যে নারীরা বোধের অবোধ্য অনুভবে উষ্ণতর সোপানে আরোহন করতে চায় তাদের যন্ত্রণা আমাকে প্রলুব্ধ করে না। আমি উষ্ণতা এবং কষ্ট ধার নেই না। আমি সমবন্টনে বিশ্বাসী। কষ্ট আমার ও অঢেল আছে। তবে কেন আরো বাড়ানো।

সেই নারী- অচেনা এক মধ্যরাতের কোমল অনুভবে প্রহরের পর প্রহর প্রলুব্ধ করেই যায়।
শরীর দেহের খোঁজে ব্যকূল। মন অন্তরের। তবে নারীর উষ্ণতা কি সুপেয় হ্রদের অনন্ত গভীরতায় তৃষিত দেহের আজনম মেঘবতী হবার অনুরণন জাগায়? রক্তকণিকাদের সৃষ্টি সুখের উল্লাসে প্রহ্লাদে মেতে উঠবার এক চিরায়ত নতজানু অনুভবে প্রচন্ড গতিতে কোষে কোষে তরিৎপ্রবাহ!
জ্বালা ধরায়- জ্বালায়- নেভায় কিন্তু তৃপ্তি মেটায় না।

মধ্যরাতের নারীরা নিজেদের চোখের আগুনে নিজে ও জ্বলে.. পুরুষকে ও জ্বালায়। ভালোবাসাহীন একটা দেহ কামনার উষ্ণতায় থেকে থেকে কেঁপে উঠে..
অন্যকে ও কাঁপায়!

#মধ্যরাতের_নারী

★★

শাহেদ তখন চিটাগং ভার্সিটির অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট।
শহরের বাসা থেকে প্রতিদিন যাতায়াত করে।
চরম একটা সময় কাটাচ্ছে… বন্ধুরা … শাটল ট্রেন… সবুজ ক্যাম্পাস…আর গান!
সোলস-ফিডব্যাক-মাইলস-আর এবি’র এল আর বি… ওদেরকে মাতিয়ে নিয়ে বেড়াচ্ছিলো।

কিন্তু আজ শাহেদের অন্য একটা ব্যান্ড এর গানের কথা মনে পড়লো। গানের কয়েকটা লাইন মনে আছে, ব্যান্ডটা মে বি ‘লেসন ওয়ান’।
“… রাজা আসে রাজা যায় আসে না সুদিন
বাংলাদেশ…।”

আসলেই তাই… জীবনের তিনভাগ পেরিয়ে শেষ ভাগে এসে শাহেদ, এতো বছর পরে সেই গানটির প্রয়োগ বাস্তবে দেখছে নিজের চোখের সামনে।

সেই এরশাদ পতনের পর থেকে অদ্যবধি রাজাদের আসা-যাওয়াই কেবল সার হয়েছে- এদেশে সুদিন কি আদৌ এসেছে???

#রাজা_আসে_রাজা_যায়

★★★
আমার প্রভুকে মনের চোখে দেখলাম।

তাকে জিজ্ঞাসিলাম, ‘কে তুমি?’

উত্তর দিলেন প্রভু, ‘তুমি-ই আমি!’

#তুমিই_আমি

★★★★
সুর্য ডুবে ডুবে এমন সময় বাস থেকে নেমে পারুল লঞ্চ ঘাটে এসে দেখে, আকাশ মেঘলা, আর শেষ লঞ্চটা ও মাঝ নদীতে।

দীর্ঘশ্বাসগুলো বাতাসে পাক খেতে খেতে দূরে অপসৃয়মান লঞ্চের ট্রেইল ধরে ছুটে চলে। ম্লান হেসে এক সদ্য ‘ডিভোর্সি যুবতী ভাবে, একটা আক্ষেপ জীবনভর থেকেই যায়!

আলোছায়ায় মাখামাখি জীবনটায় আর কতটুকু আঁধার? পিছনের আলোর জীবনের প্রখরতায় তো সে ঝলসে এসেছে। আলো ফেলে এসেছে। তাই এখন কেবলি কি ওর গোপন আঁধার?
আপন আঁধার!

#মেঘলা_আকাশ

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১১-০১-২০১৭ | ২৩:১২ |

    মুখপাতায় মাঝে মধ্যে এমন ধাঁচের লিখা দেখা দেখার সৌভাগ্য বা সুযোগ হলেও আপনি মামুন এদিক থেকে পুরোপুরি অনন্য। আমার ভালো লাগে। অনেক শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. মামুন : ১১-০১-২০১৭ | ২৩:২৫ |

    ধন্যবাদ মুরব্বী ভাইয়া।
    নি:সন্দেহে আজ ‘ঈদের আগের রাত’ – এমন অনুভব হলো আমার কাছে।
    প্রিয় ব্লগ আংগিনা আবারো মুখরিত হোক নতুন-পুরাতন-হারানো প্রিয় মুখগুলির সহাবস্থানে। গল্প-কবিতা-উপন্যাস আর সীমান্তের বেড়াজালের নাগপাশ ছিন্ন করে, সবার একটি-ই ইউনিক পরিচয় হোক- আমরা শব্দকারিগর! সৃষ্টির উল্লাসে মেতে থাকি।

    অনেক ভালো থাকুন ব্লগের সবাইকে নিয়ে।

    GD Star Rating
    loading...
  3. একজন নিশাদ : ১১-০১-২০১৭ | ২৩:৪১ |

    প্রতিটি অনুগল্পই ভাল লাগার মতন।

    GD Star Rating
    loading...
  4. মামুন : ১১-০১-২০১৭ | ২৩:৫১ |

    ধন্যবাদ ভাই একজন নিশাদ।
    ভালো থাকুন।

    GD Star Rating
    loading...
  5. সৌমিত্র চক্রবর্তী : ১২-০১-২০১৭ | ৯:২২ |

    থাক আঁধার, তার পিছনেই আলো। অনাবিল অনুরাগ প্রিয় গল্পকার।

    GD Star Rating
    loading...
  6. মামুন : ১২-০১-২০১৭ | ৯:৫৬ |

    ধন্যবাদ প্রিয় কবিদা’ সৌমিত্র চক্রবর্তী।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    অনেক ভালো থাকুন আপনি।

    GD Star Rating
    loading...