চাহিবে না তুমি জোড়া কুল!
বাঁচিবো মোরা প্রেমকূলে
ছুইবে তোরা,রইবে মোরা,
এক কানায় অর্ধকূলে। বইবে তোরা নদীর তরে
রইবে মাঝি নদীর কূলে,
মনের দোহারায় ছুঁইবে প্রেম
কৃষ্ণফুলে রইবে প্রেম!
জড়ো ফুলে চাইবে তুমি
অর্ধকূলে প্রেমের নদী,! ফুলের তোরা রইবে হাতে
তোমার হাতে সইবে না যে,!
কাহার হাতল ধরিবে তুমি
কাহার চন্দন হইবে তুমি,!
এক

