রক্তচোষাদের আজ্ঞাবহ

CL_1694193013719

অপরাধবোধে বিদ্ধ হয়ে আছি,
কত অনাচারের সাক্ষী হয়ে,
কত মানুষের করুণ মৃত্যুতে-
আমাকে শোকাতুর করতে পারেনি।

নিষিদ্ধ জনপদে অবাদ বিচরণে,
আদিমতায় সুখের অনুসন্ধান,
হাড় ভাঙা উপাদেয়-
সহাস্য বদনে সভ্যের মুখোশ।

সকিনা বিবির ছিন্নভিন্ন লাশ,
রুইতনের প্রতিবাদ রুখে দিয়েছি,
টাকায় বিক্রি আমাতে-
মনুষ্যত্ববোধ কখনোই জাগেনি।

ত্রাণের টাকায় প্রমোদতরী,
নিষিদ্ধ এলাকায় সদলবলে,
প্রকাশ্য দিবালোকেও ভয়হীন আত্মা-
পরার্থ চিন্তন কখনো আসেনি।

আমি বিক্রিত দাস,
অসংগতি চোখে পড়েনা আমার,
আমি রক্তচোষাদের আজ্ঞাবহ-
মানবিকতা আমার সংস্পর্শে আসেনি।

বিধবা জমিরনের জমিতে আমার লোভ,
চাঁদার সওদা করি প্রকাশ্য জনপদে,
আমি জুলুমকারীদের দলভুক্ত-
অন্যায়ে নতজানু-নতশির।

সুভাষিণীর পথ আগলে রাখা বখাটেরা,
আমার সম্মুখে বীরদর্পে চলে,
আমি নতশিরে চুপচাপ-
শত অনাচার সয়ে গেছে আমায়।

অপরাধবোধে বিদ্ধ হয়ে আছি,
কত অনাচারের সাক্ষী হয়ে,
অমানুষিক কার্যক্রমে আমি প্রস্তুত থাকি-
আমি আজ্ঞাবহ রক্তচোষাদের।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
রক্তচোষাদের আজ্ঞাবহ, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৯-০৯-২০২৩ | ৬:৪৯ |

    অপরাধবোধে বিদ্ধ হয়ে আছি,
    কত অনাচারের সাক্ষী হয়ে,
    অমানুষিক কার্যক্রমে আমি প্রস্তুত থাকি-
    আমি আজ্ঞাবহ রক্তচোষাদের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    _________________________

    আগামী ২০শে সেপ্টেম্বর ২০২৩
    এর মধ্যে আপনার মূল্যবান লেখার অনুলিপি সংরক্ষণ করুন।

    শব্দনীড় ব্লগ বন্ধ হবে … আপনার লেখার অনুলিপি নিন।

     

    GD Star Rating
    loading...
    • আহমেদ হানিফ : ০৯-০৯-২০২৩ | ১৩:১৩ |

      ধন্যবাদ 

      অনুলিপির বিষয়টি বুঝতে পারি নাইএকটু বুঝিয়ে বলবেন।

      GD Star Rating
      loading...