মানুষ মরছে মরুক না,
কিসের এতো চিন্তা করা-
আমিতো আর মরছি না আজ,
এই দিব্যি বেঁচে থাকা।
জলে ডুবছে ডুবুক না,
কেন এতো আহাজারি,
ব্যাটারা দেখ সাঁতার না জানা,
মরবেইতো মরুক না।
উন্নয়নের জলস্রোতে গা ভাসিয়ে বেড়াক না,
কিসের এতো চিন্তা বলো,
শ’খানেক মরুক না-
সবাইতো আর মরছে না।
তোমরা বাপু বেজায় রসহীন ,
একটু-আধটু ভিজতে হয়,
জলে ডুবে মরলে তবে-
জনসংখ্যার হ্রাস যে হয়।
কবির দেশের কত নদী,
জল ছাড়া মরছে দেখ,
বন্যা স্রোতে প্রাণ ফিরে পাক-
কিসের এতো আহাজারি।
চাল,ডাল নেই কি হয়েছে,
সব সময়ই কি খেতে হয়?
ভুঁড়ির দিকে তাকিয়ে দেখ-
মাঝে মাঝে না খেলেও হয়।
মানুষ মরছে মরুক না আজ,
বন্যা কিংবা জলোচ্ছ্বাসে,
তুমিতো বাপু বেঁচে আছো-
কি লাভ এই মায়া কাঁদনের।
সবাই মশায় ঘুমিয়ে পড়ি,
কিসের এতো চিন্তা করা,
উন্নয়নে ভাসছে মানুষ-
দু’চারি যাক না আজ মরা।
পরার্থে সেবায় যারা যাও এবার সবাই বাড়ি,
উন্নয়নের জলস্রোতে গা ভাসিয়ে বেড়াক তারা,
কিসের এতো আহাজারি,
মরুক শতেক জলে ডুবে।
না মশায় একটু ঘুমাই,
কিসের এতো ভাবনা চিন্তা,
মানুষদের মরতে দাও,
আমরাতো আর মরছি না।
চারপাশ দেখ রঙিন চশমায়,
ঝলমলিয়ে উঠবে বেশ,
কবির দেশে নদী বাঁচুক,
মানুষ মরলে ক্ষতি নাই।
না,একটু ঘুমাই,
আবার কাল লেখতে হবে-
কত মানুষ মরলো শেষে,
বাড়ি ছাড়া কতক আছে।
মস্তিষ্ককে রেহাই দেই,
কিসের এতো চিন্তা আজ,
ঘুমিয়ে পড়লে সবে মিটে যায়,
মানুষ মরছে মরুক না আজ।
loading...
loading...
চারপাশ দেখ রঙিন চশমায়,
ঝলমলিয়ে উঠবে বেশ,
কবির দেশে নদী বাঁচুক,
মানুষ মরলে ক্ষতি নাই।
loading...
ধন্যবাদ ভাই
loading...