কত শত কবি মনে,
হাজারো ছন্দের মেলবন্ধন!
নজরুল বন্দনায় শতেক পদ্য-
কিংবা স্মৃতিচারণ।
আমিও বাদ যাইনি,
যদি কবিদলে কিঞ্চিৎ ঠাঁই হয়-
কতক কথার পসরা সাজাতে পারি!
তবেই,
নজরুল চয়িত হবে।
দিস্তা দুই কাগজ আর কলমের অক্লান্ত খাটুনিতে-
শতেক শব্দের সমাবেশ,
আমার পাণ্ডুলিপিতে ক্ষণিক অঙ্কিত নজরুল রূপ,
১৮৯৯!
কত শত মানুষের পৃথিবীতে আগমন,
তুমি ও চুরুলিয়ার মাটিতে নেমে আসলে,
না!
বিজয়ের ধ্বনি জাগে নি,
অন্নহীন কত রাতের অবসান।
মক্তব, মসজিদ কিংবা রুটির দোকান-
তোমারি পদব্রজে মাড়িতো,
বেড়ে উঠার দিনগুলো তুমি নজরুল নও-
কোন এক দুখু মিয়া!!
আস্তে আস্তে কত বসন্তের দিন পার করে-
তুমি মহান পুরুষ!
হুম,
বিচিত্র বিচরণে,
গল্প,কবিতা,গানে-
তুমি চিনিয়েছো জাত!
বাংলার পথপ্রান্তরে,
যদি কবিতা লিখা হয়-
তুমি শত শব্দে সজ্জিত নায়ক।
পৃথিবীতে বেঁচে থাকো-
মহাকালসম, মানবের পাঠ্যে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
কবিতায় নজরুল,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতায় নজরুল
যদি কবিতা লিখা হয়-
তুমি শত শব্দে সজ্জিত নায়ক।
পৃথিবীতে বেঁচে থাকো-
মহাকালসম, মানবের পাঠ্যে।
loading...
ধন্যবাদ ভাই
loading...
ভীষণ সুন্দর লিখেছেন প্রিয় কবি।
loading...
ধন্যবাদ ভাই।
loading...