রিক্ততায় ছেয়ে গেছে চারপাশ,
মননে কত বেদনার স্মৃতিপট-
কতই না অজানা গল্পের করুণ সমাপ্তি,
শীতের প্রকোপে স্তব্ধ হয়ে আছে মনুষ্য আবরণটি।
শূন্যতায় ছেয়ে গেছে আমায়,
তুমি নেই বলে-
হুমা তোমাকেই বলছি-
তুমিই রিক্ততার কারণ হয়ে আছো।
আজি এই ক্ষণে বেদনায় জর্জরিত,
কথাদের দ্রোহে আমি বড়ই অসহায়-
না জানি কি বলতে প্রতিবাদী আজ কথারা!
কুয়াশা মেয়েরও আর্জিতে দুচারি কথা চয়নের স্বাদ জাগে।
হুমা,
আজি নতুন দিবসের শুরুতে তোমার পানে তাকিয়ে,
কুয়াশার কিছু কথা বুনবো,
জানো,
কুয়াশা মেয়ের শত বাহনায় তুমি।
দূর্বাদলে আজ মুক্তো ছড়িয়েছে তুমি আসবে বলে,
ফসলের খেতে সুরভিত মোহনীয় সাজ,
তোমায় দেখাবে বলে,
তুমিময়তায় নানা আয়োজন,কুয়াশা বাসর সাজিয়েছে।
হুমা,
কুয়াশা মেয়ের দিকে তাকিয়ে ভুলা যায়-
পাতাঝরার মলিন দিনগুলো,
ভুলা যায় বৃক্ষের করুণ চাহনি-
তুমি আসবে বলে,
কুয়াশার শত রূপের প্রকাশ।
হুমা,
কথাদের বিদ্রোহে আমি পরাজিত অসহায়,
তোমার অপেক্ষায়,
কুয়াশা কিংবা কথাদের সাথে আমি বারংবার হারিয়ে বসবো নিজেকে।
শূন্যতায় ছেয়ে গেছে আমায়,
তুমি নেই বলে-
হুমা তোমাকেই বলছি-
আজ ফিরে এসো শত অনুনয়।
কুয়াশা মেয়ের সবুজে লেখা চিঠিতে শেষ নিবেদন,
হুমা,
ফিরে এসো আজ,
রিক্ততায় ভরা শীতের দিবসে,
প্রেমের বাসর সাজাবে কুয়াশার মেয়ে।
loading...
loading...
চমকপ্রদ উপস্থাপন
loading...
ফিরে এসো আজ,
রিক্ততায় ভরা শীতের দিবসে,
প্রেমের বাসর সাজাবে কুয়াশার মেয়ে।
loading...