শীতের প্রকোপ বাড়ছে-
একটা গরম জামার বড্ড অভাব আজ,
শীতের তীব্রতায় মরমর দশা,
বেঁচে থাকার আয়োজনের সমীকরণ খুবই জটিল,
গৃহস্থের বাড়িতে সারাদিন খেটে তবেই আহার জুটে।
আদরের ছোট্ট মাণিকের খুবই কষ্ট,
মক্তব ঘরে যাওয়াতে জবুথুবু অবস্থা-
পরনের কাপড়েরই ঠিক নেই,
বড্ড শীতের প্রকোপ-বাছাধন নাজেহাল।
একটা গরম কাপড় চাই,
করজোড়ে মিনতি করছি আজি,
অবোধ বাছা আমার জানে না-
সমাজের ফাঁকফোকর,যত অবিচার।
হে দয়াবান স্রষ্টা,
কতিপয় মানুষে রহম করো-
তবেই মিলিবে গরম কাপড়,
বাছাধনের আর হবে না কষ্ট।
একটা গরম কাপড়ের বড্ড অভাব-
বড়ো বাবুদের শীত নিবারণে কত আয়োজন,
পশমি কাপড়ের নানা ধরণের জামা-
কম্বল সম্বল করে সহাস্য বিচরণ।
আমার বাছাধনের একটা কাপড় চাই,
গরীবের সংসারে জুটে না-রুটি,
বাবু মহাশয়,
একটু দয়া করো-পুরানো কিংবা নতুন,
গরম কাপড় হলেই বাঁচে বাছা,
এই শীত যাক চলে,
আগামীতে বেঁচে রইলে গৃহস্থের কাজের অর্থে-
কিনিবো গরম কাপড় বাছার তরে,
তবে দয়াময়ের দরবারে এই মিনতি,
আগামী শীত পর্যন্ত বাছাধন মোর যেন বেঁচে রয়।
loading...
loading...
খুব সুন্দর মানবিক ভাবনার প্রকাশ কবি দা
loading...
ধন্যবাদ
loading...
সুন্দর একটি লেখা কবিতা
loading...
ধন্যবাদ।
loading...
"এই শীত যাক চলে,
আগামীতে বেঁচে রইলে গৃহস্থের কাজের অর্থে-
কিনিবো গরম কাপড় বাছার তরে,
তবে দয়াময়ের দরবারে এই মিনতি,
আগামী শীত পর্যন্ত বাছাধন মোর যেন বেঁচে রয়।"
loading...
ধন্যবাদ।
loading...