একুশটা বসন্ত গেলো নতুনত্বের আমেজে,
না পাওয়ার কিছুই নেই জীবনে-
অজানা শহরটার প্রতিটা গলি আজ চিরচেনা,
পিছনে ফিরে দেখা হয়নি কখনো,পরিচিত মানুষটারে।
সংগ্রামী একটা মানুষ,
একবেলার আহারেই আমুদে, অপ্রাপ্তিতে ক্ষোভ নেই,
তাহারে আমাদের সমাজে বাবা বলে,
বাবাইতো ছায়াবৃক্ষ।
বাবা,
আমাদের অগোচরে থাকা এক বিপ্লবী-
লড়াকু চিরতরুন!
আজ বড্ড মনে পড়ছে বাবারে,
যান্ত্রিক শহরটাই আজ বড় বাঁধা-
যাওয়া হয় না আগের মতো, কথাও জমে না।
আজ বাবা অসুস্থ,
পৃথিবীটা বড্ড এলোমেলো লাগছে-
ছায়াবৃক্ষ যদি শুকিয়ে যায়-
ছায়াহীন মরুপ্রান্তরে আমি হারিয়ে যাবো বহুদূরে।
বাবা,
বহুদিনের কথা জমে আছে,
একটু সময় দাও,আবার গল্পের আসরে বসবো,
বাবা,
চিরচেনা সোহাগ মাখা ডাকটা আবার দাও না,
বাজান, নিজের খেয়াল রাখিস।
বাবাকেই আজ মনে পড়ছে,
জমিয়ে রাখা কথা গুলো এবার শুনাতেই হবে-
বাবা,ছায়া হয়ে রও,
আরো শতবছর।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
বাবাকেই মনে পড়ছে,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মনোরম লেখা।
loading...
ধন্যবাদ ভাই।
loading...
হৃদয়স্পর্শী লিখা। বারংবার নস্টালজিক হলাম লিখাটি পড়ে।
loading...
ধন্যবাদ ভাই,
আপনার মন্তব্যের মাধ্যমে আরো লেখার অনুপ্রেরণা পাই।
loading...