অবেলায় এসো না

অবেলায় কেনো এলে তুমি?
আজ,
অশান্ত নগরে লাশের গাড়ির যত্রতত্র সাইরেন,
কথা বলার অভিযোগে দণ্ডিত মানুষের দেহ পরিবহণে,
নীতির মানুষের শঙ্কা বাড়লো মরণের-
কোটি টাকার সওদায় প্রত্যক্ষদর্শীরা চুপ।
বড় অবেলায় এলে তুমি,
যেখানে ভাসমান মানুষের দাম নেই,
দলিত শ্রেণির নিত্য মরণে-
খবরের কাগজে শিরোনাম”নর্দমায় অজ্ঞাত লাশ”!
আমাদের দেখা ভোর গুলো হতাশার,
মানুষের রক্তের দাগে রঞ্জিত রাজপথ,
অগ্নিকাণ্ডে অচেনা হয়ে যাচ্ছে পরিচিত দেহের গড়ন-
তবুও ভোর হয় কষ্টের-মরণের।
মরণোন্মুখ এই বেলায় কেনো এলে?
এখানকার কাশের বনেতেও রক্তের দাগ,
সাদা ফুল গুলো রক্তের জমিনে পতিত,
এখানে ভোর হয় স্বজনের আহাজারিতে-
প্রতিটি পাড়ায় শোকের মাতম।
অবেলায় কেন এলে?
এখানকার জনপদে নগ্ন মানুষের অস্ত্র হাতে বিচরণ,
বুড়িয়ে যাওয়ার কাল গুনছে ষোড়শীরা,
নেশায় মত্ত পুরুষের দেহগুলো উন্মাদ!
এই বেলায় কেনো এলে?
অশান্ত নগরে লাশের গাড়ির সাইরেন বাজছে,
আত্মীয়দের খোঁজ নেই-
কথা বলার অভিযোগে দণ্ডিত মানুষের লাশের-
গোরে সমাপিত করতে মরণের শঙ্কা-
মানুষের বড্ড অভাব এখানে।
এই বেলার চলে যাও কোনো সভ্যদের লোকালয়ে,
বসবাস করো তুমি এসো না এখানে-
যদি কোনো দিন শান্ত হয় আমাদের নগর গুলো,
তবে,
এসো শত ফুলের বরণ মালায়,
তোমার আগমনের উৎসব মানাবো।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
অবেলায় এসো না, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ২১-১১-২০২১ | ১:৪২ |

    অপূর্ব উপস্থাপন।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২১-১১-২০২১ | ৭:০২ |

    আপনার কবিতায় স্বতন্ত্র সৌন্দর্য দেখতে পাই। পড়তে এবং বুঝতে ভালো লাগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. আলমগীর সরকার লিটন : ২২-১১-২০২১ | ১০:৪০ |

    খুব সুন্দর ভাবনাময় কবি দা অনেক শুভ কামনা রইল

    GD Star Rating
    loading...
  4. আহমেদ হানিফ : ২৪-১১-২০২১ | ২১:৪২ |

    ধন্যবাদ। 

    GD Star Rating
    loading...