আজ সেই মহামান্বিত রাত হতে পারে। লাইলাতুল কদর। কুরআনের বর্ণনা অনুসারে এই রাত হাজার মাসের চেয়ে উত্তম, অর্থাৎ এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের সমতুল্য হবে।
প্রিয় ভাই, বন্ধু আল্লাহর কাছে নিজেকে সমর্পণের এই সুযোগ কিছুতেই হারাবেন না। পরিশুদ্ধ মনে আল্লাহর সামনে হাজির হন আল্লাহ নিশ্চয়ই আপনাকে কবুল করবেন।
আমি অতি নাদান এক বান্দা। জুতোয় লেগে থাকা ধূলিকণার চেয়েও নগণ্য। আল্লাহর করুণা ভিক্ষার যোগ্যতাও হারিয়েছি, তবু তাঁর কাছে ভিক্ষার হাত উঠিয়েছি। আল্লাহ চাইলে পৃথিবী পরিমাণ গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ বলেছেন কোন বান্দা যেন তাঁর রহমত থেকে বঞ্চিত হয়েছে মনে না করে। যে খাস দিলে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাকে কোনভাবেই বঞ্চিত করেন না। আমি আল্লাহর রহমতে বিশ্বাসী, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাকে করুণা করবেন।
পবিত্র রাতের উসিলায় নতুন করে শুরু করার সুযোগ দিবেন। হে আল্লাহ ঘোর পাপী এক বান্দা তোমার কাছে ফিরবার আকুলতা দেখাচ্ছে, তুমি তাকে কবুল কর।
ভাই, বন্ধু আমার জীবন হচ্ছে পাপের খনি। আপনাদের ভাই বন্ধু হওয়ার যোগ্যতা আমার কোনদিন ছিল না। কাঁধের ফেরেশতারা কোনদিন ভালো কিছু লিখেছে বলে মনে হয় না। জীবনের চলাফেরায় আপনাদের অনেকের সাথেই ভুল বুঝাবুঝি মন কষাকষি হয়েছে। আপনাদের অনেকের সাথেই জেনে না জেনে অন্যায় করেছি। সম্মুখে সদালাপ আড়ালে গীবত করেছি।
আল্লাহ বলেছেন গীবত হচ্ছে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ, আমার কৃত সর্বপ্রকার অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহর ওয়াস্তে আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর হক চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু বান্দার হক বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করতে রাজি হন না। আমি অনেক সময় জেনে না জেনে বুঝে না বুঝে অহেতুক নাক গলিয়েছি। যে বিষয় আমি সংশ্লিষ্ট নয় সে বিষয়েও পান্ডিত্য দেখানোর চেষ্টা করেছি। জ্ঞাতে, অজ্ঞাতে অনেকের মনে কষ্ট দিয়েছি, নিজেকে বড় করে দেখাতে গিয়ে অন্যকে ছোট করার ধৃষ্টতা দেখিয়েছি।
অনুশোচনার আগুনে মানুষই পরিশুদ্ধ হয়। আমি আজ অনুতপ্ত। আল্লাহর দোহাই আমার প্রতি কোন রাগ, বিরাগ রাখবেন না। আপনাদের মহত্ব দিয়ে আমাকে ক্ষমা করে দিবেন। আমি জুতোয় লেগে থাকা ধূলিকণা, আপনাদের ক্ষমায় আমার মুক্তি লাভ ঘটতে পারে। আল্লাহ আমার আপনার সবার প্রতি উদার হোন। আপনাদের মনে আমার জন্য সামান্য করুণা জাগ্রুক করুন। আপনারা আমাকে ক্ষমা করতে সক্ষম হোন।
পবিত্র রাত্রির দোহাই গীবতের ভয়াবহ পাপ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন।
loading...
loading...
আজ সেই মহামান্বিত রাত। লাইলাতুল কদর। কুরআনের বর্ণনা অনুসারে এই রাত হাজার মাসের চেয়ে উত্তম, অর্থাৎ এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের সমতুল্য হবে। ইনশাল্লাহ্।
loading...