যেদিন চাইনিজ একটা গুলি
বাবুইয়ের শিল্পীত ঘরে আঘাত হানে
সেদিনই বুঝে গেছি এরা অসুন্দর,
শিল্পের মর্যাদা আশা করা
অবান্তর। এদের কুৎসিত মুখ অসুস্থ চিন্তা;
আমাদের মানসিকতায় মিশ খায় না।
আমাদের পৃথক যাত্রা। অসুন্দর মুখে
কিছু কালিমা মেখে দিতে হবে;
তিলে তিলে জড়ো করা শিল্প ধ্বংসের
প্রতিশোধ নিতে হবে।
নাজায়েজ হানাদার শিল্প বুঝে না,
সুন্দর বুঝে না। সত্য বুঝে না। তারা
মানুষ বুঝে না। অমানুষ, বর্বরদের
দিতে হবে শিল্প স্বাদ।
হানাদার বাহিনী যখন নালায়,
নর্দমায় হাবুডুবু খাচ্ছিল তখন শিল্পীত
বাবুই এক পায়ে দাঁড়ানো তালগাছে
বুনছিল নতুন কুটির।
শিল্পের ধ্বংস নেই, সত্যের মৃত্যু নেই
মানুষ ফিনিক্স মত পাখির মত; ধ্বংস থেকে উঠে
দাঁড়ায়। হানাদার পালিয়েছে, বাঙালি
শিল্পের গর্বে উঠে দাঁড়িয়েছে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
শিল্পীত বাবুই,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মানুষ ফিনিক্স মত পাখির মত; ধ্বংস থেকে উঠে
দাঁড়ায়। হানাদার পালিয়েছে, বাঙালি
শিল্পের গর্বে উঠে দাঁড়িয়েছে।
loading...