আমার এক চিলতে জানালায় চোখ রাখলে আকাশ দেখা যায়। দৃষ্টি আকাশে পৌঁছানোর আগে গোটা কয়েক শিমুলের ডাল। শীতের প্রস্তুতি চলছে, ডালগুলো পাতাশূন্য হতে শুরু করেছে। মাসখানেকের মধ্যে মরুভূমি বৃক্ষে পরিণত হবে। আজ আকাশের মতিগতি ভাল না, রাগের আভরণে নিজেকে অন্ধকার করে রেখেছে।
প্রতিদিন সকালে আমি আকাশের দিকে বন্ধুত্বের হাত প্রসারিত করি। মন খারাপ থাকলে ভালো করার চেষ্টা করি, একটু ঠাট্টা তামাশা। বাজার চলতি কৌতুক গুলো তাকে শোনানোর চেষ্টা করি। আকাশের রসবোধ ঠিক উচ্চাঙ্গের নয়, প্রায়শই সে হাসে না। মুখ গোমরা করে রাখে। নিজ পরিবেশিত কৌতুক শুনে; নিজেই হেসে লুটোপুটি খাই। কখনো কখনো আনন্দের আতিশয্যে চোখে জল এসে যায়।
আজ বন্ধুর মন খারাপ। গতকাল ইন্টারনেট ঘেঁটে ঘুঁটে তেমন কিছু পাওয়া যায়নি, শোনানোর মত মজার কোন কৌতুক আজ ছিল না। তবু যা ছিল তা শোনাতে গিয়ে ব্যর্থ হলাম, আমার কৌতুক শুনে আকাশ আরো অন্ধকারে ছেয়ে গেল।
শিমুল ডালের দিকে চেয়ে পুনরায় চেষ্টা করতে গেলাম, দেখলাম এক কাক এসে বসেছে। অহেতুক কা-কা আওয়াজে বিষণ্ন সকালকে বিষণ্ন্নতর করে তুলছে। আকাশকে বাদ দিয়ে আমি কাকের প্রতি মনোযোগী হলাম। তাকে যদি খুশি করা যায়, আমার কৌতুক শুনে তার কোনো ভাবান্তর দেখা গেল না। সে আগের মত কা-কা আওয়াজ ছাড়তে থাকলো। সেটা আনন্দের আতিশয্যে না গভীর বিরক্তিতে বুঝতে না পেরে বিভ্রান্ত হলাম। বস্তা পঁচা অন্যান্য কৌতুক একে একে শুনিয়ো কোন ফায়দা হলো না, কাক কাকের মতই ব্যবহার করতে থাকলো।
শেফিল্ডের আজকের সকাল অন্ধকারাচ্ছন্ন, কাকান্ধকারে ছেয়ে আছে। ডাকঘরের অমলের মত দইওয়ালা কে ডাকছি, আমার ঘরের জানালায় এসে উঁকি দেবে। দই ওয়ালা এলেই পাখা গজাবে; আকাশে উড়বো, চাই কি; কাককেও উড়বার সাথী করে নেব।
কখনো কখনো মনে বিষণ্ন্নতা ভিড়; করে উদার আকাশও সে বিষণ্নতা দূর করতে পারে না। কোন কারন ছাড়াই আজ বিষণ্ন মন।
loading...
loading...
যাপিত জীবনের এক অসামান্য অনুভূতির সম্মিলিত শব্দ প্রকাশ।
loading...