অভিশাপ

আমার বুকে কান্না বৃষ্টি হয় না
আমি কী তবে সীমার হয়ে যাচ্ছি!
কষ্টে কাতরাতে থাকে মানুষ
মায়া জাগে না, আমি কি তবে
পাষাণ হয়ে যাচ্ছি!

চারিদিকে নিদারুণ কাল, গ্রহণের সূর্য
ছড়াচ্ছে উত্তাপ, আমি দিব্যি
সঙ্গম শেষে চুমুক দিচ্ছি
আয়েশের চা’য়ে।

কিছু কী করার কথা ছিল, ব্যতিক্রমী
কিছু! জানি না, মানুষের মত আচরণ
প্রলুব্ধ করে না, আমি কী তবে
অমানুষ হয়ে গেছি!

ক্রমেই খারিজ হচ্ছি, রূপান্তরিত
হচ্ছি! সম্মুখে ডুবন্ত প্রাণ,
মানুষ শিকড় ছেড়ে পালাচ্ছে,
দূরত্বে রোদ চশমায়
নিজকে আড়াল করছি।

আমি ত্যাজিত হয়েছি, মনুষ্যত্ব ছেড়ে গেছে
তাদের একজন নই, আমি অধমের অধম।

নগরের দরজায় আমাকে ঝুলানো হোক
ঘৃণায় ভস্ম করা হোক,
ছাই থেকে যদি উত্থিত হই, মানুষ হয়ে যদি
জন্মাই। মানুষের কষ্টে বুক যেন ব্যথিত হয়!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৮-০৮-২০২১ | ১০:০৬ |

    কবিতায় একরাশ শুভ কামনা প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...