আমি থাকবো না

এই যে ফলের বাজার; সাজানো ফল
এই যে লোভাতুর চোখ
এই যে সাধ্য হাত থলে ভরে বাড়িমুখো
এই যে অক্ষম হৃদয়; পীড়িত
পিতার জন্য কাঁদে।

এই যে ফুলের বাগান, ফুটে থাকা বসন্ত
এই যে প্রজাপতির ওড়াউড়ি
এই যে মধুকুঞ্জ; প্রেমিকের চোখে চোখ
এই যে অপার প্রেম,
এই যে একলাবাসি উদাস হৃদয়।

এই যে নদীঘাট; খেয়ার মাঝি
এই যে চৌকো নৌকায় দূর পাড়ি দেয়া
এই যে শশব্যস্ত উমেদার
এই যে সবুজ বালিকা
এই যে নদীর ওপারে দাঁড়ানো সবুজ বালক।

এই যে দিগন্ত; ঢেউ খেলানো ধান
এই যে বুক ভরা নিঃশ্বাস
এই যে আলবাধে শুয়ে থাকা বাছুর
এই যে সর্ষেক্ষেতের হলুদ পৃথিবী
এই যে রোদে ভেজা তপ্ত মাঠ।

এই যে সংসার; কাচের দেয়াল
এই যে মেরামতের আপ্রাণ চেষ্টা
এই যে টেবিলে ফুলের ভাজ
এই যে অংকের খাতা
এই যে টিভিতে সাদাকালো ছবি।

এই যে টেবিলে ফাইলের স্তূপ
এই যে কাজ না করা রোগ
এই যে টুপাইস কামানো
এই যে টেবিলের নিচে লেনদেন
এই যে ক্যান্টিনে অযথা সময়।

এই যে অনির্ধারিত আড্ডা
এই যে রাজনীতি, রাজা উজির মারা
এই যে অতিরিক্ত দুই পেগ
এই যে লাল চোখ; দরজায় টোকা
এই যে মায়া মায়া ক্রোধিত মুখ।

এই যে অহোরাত্র কবিতার বেদনা
এই যে সাদা কাগজের বুকে কলমের সঙ্গম
এই যে রাত্রি জাগরণ
এই যে আহলাদী অসুখী বসন্ত
এই যে হঠাৎ মন খারাপের বৃষ্টি।

এই যে দৃশ্যপট, দৃশ্যান্তর
এই যে ইলিশ, ইলিশ রোদ
এই যে নির্ভেজাল হাসি
সবকিছু পড়ে থাকবে, আমি থাকবে না
একদিন কোনকিছু আমার স্পর্শ পাবে না।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৮-০৬-২০২১ | ১০:৩৮ |

    কবিতায় একরাশ শুভ কামনা প্রিয় কবি আবু মকসুদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. নিতাই বাবু : ১১-০৭-২০২১ | ৯:১৮ |

    সত্যি, এই যে আমি এখন আছি, হাঁটছি, খাচ্ছি, চলছি, ফিরছি! আসলে এভাবে আর ক’দিন? আমিও তো একদিন থাকবো না।
    কবির জন্য শুভকামনা।

    GD Star Rating
    loading...